সন্তানের ক্ষেত্রে সকল বাবা মায়েরা যে ৯টি ভুল প্রায়ই করে থাকেন
image: google

সন্তানের ক্ষেত্রে সকল বাবা মায়েরা যে ৯টি ভুল প্রায়ই করে থাকেন

সন্তানের ক্ষেত্রে সকল বাবা মায়েরা যে ৯টি ভুল প্রায়ই করে থাকেন- একটি শিশুকে সঠিকভাবে গড়ে তোলা প্রতিটি বাবা মার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। শিশুকে বড় করে তুলতে গিয়ে বাবা মায়েরা কিছু কাজ করে থাকেন, যা সন্তানের জন্য ক্ষতিকর। সব বাবা মায়েদের কাছে

তার সন্তান অনেক বেশি প্রিয়, অনেক আদরের। কিন্তু সন্তানকে আদর করতে গিয়ে নিজের অজান্তে বাবা মায়েরা এমন কিছু কাজ করে থাকেন, যা তাদের জন্য ক্ষতিকর। প্রচলিত এমনি কিছু ভুল যা বাবা মায়েরা করে থাকেন।

চলুন তবে জেনে নেওয়া যাক-

১। অতিরিক্ত প্রশংসা করা সন্তানের কাজে প্রশংসা করুন। কিন্তু তাই বলে অতিরিক্ত নয়। অতিরিক্ত প্রশংসা শিশুর মধ্যে অহংকার সৃষ্টি করে থাকে। ভাল কাজের প্রশংসা করুন, খারাপ বা অন্যায় কাজের নয়।
২। অতিরিক্ত আদর করা বাবা মা তার সন্তানকে আদর করবেন এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত আদর, কোন কিছু চাওয়ার সাথে সাথে তা পূরণ সন্তানের ক্ষতি ছাড়া ভাল করবে না। ছোট বয়সে সন্তানের সব ইচ্ছা পূরণ করা ভবিষতে তাকে আয়াত্তে আনা কষ্টকর হয়ে পরে।

৩। অতিরিক্ত প্রেশার দেওয়া “তোমাকে ফার্স্ট হতেই হবে!” অথবা “তুমি কেন এটা খাবে না?” খাবার খাওয়া থেকে শুরু করে পড়ালেখা পর্যন্ত বাবা মা তাদের সন্তানকে প্রেশার দিয়ে থাকেন। “আপনি যদি জোর করে খাবার খাওয়ান, শিশুর মনে খাবারের প্রতি ভীতি জন্মাবে এবং সুযোগ পেলে সে এটি এড়িয়ে যাবে”। এটি শুধু খাবারের ক্ষেত্রে নয়, পড়ালেখার ক্ষেত্রেও প্রযোজ্য”।
৪। তুলনা করা (Compare) প্রতিযোগিতামূলক এই সময়ে সন্তানকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দিবেন না। সে পারে, তুমি পারো না কেন? এই একটি কথা তার মধ্যে হীনমন্যতা সৃষ্টি করে থাকে। প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে সন্তানকে ফেলে দিয়ে তার প্রতিভা নষ্ট করবেন না। শিশুকে প্রতিযোগিতায় অভ্যস্ত না করে, পরিশ্রমী করে তুলুন।

৫। সন্তান সবসময় সঠিক কিছু বাবা মার কাছে তার সন্তান সবসময় সঠিক। তারা সন্তানের বিষয়ে নেতিবাচক কোন কথা শুনতে পারেন না। আর তখনই ভুলটি করেন। এতে সন্তান মনে করে তারা যা করছে তা সঠিক করছে। কিন্তু মনে রাখবেন, আপনার সন্তানও ভুল করতে পারে। তাদের ভুলগুলো এড়িয়ে না যেয়ে তা শোধরানোর চেষ্টা করুন।
৬। ঘুষ দেওয়া (Bribe) তুমি যদি সবজি খাও, তবে আমি তোমাকে চকলেট দিব। এই কাজটি প্রায় সব বাবা মায়েরা তার সন্তানকে বলে থাকেন। এই প্রসঙ্গে Dr. Birch বলেন “ আপনি যখন মিষ্টি কোন খাবার দিবেন, সেটিই তাদের কাছে মূল্যবান মনে হবে, সবজি নয়। আর এই কাজটি তারা স্বেচ্ছায় করে থাকে না। কিছুটা প্রেশারে করে থাকে”।

৭। নিজেকে সবসময় সঠিক প্রমাণ করা (Always prove yourself right) বাবা মায়েরা ভুল করতে পারে। সেটি মেনে নিন। সবসময় যে আপনি সঠিক হবেন না, তা কিন্তু নয়। ভুল করলে তা স্বীকার করুন।
৮। শৈশব হারিয়ে ফেলা (Losing childhood) পড়ালেখা চাপের কারণে শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলে। অতিরিক্ত পড়ালেখার চাপ তাদের খেলাধুলার সুযোগ নষ্ট করে দেয়। হারিয়ে ফেলে তাদের রঙিন শৈশব।

৯। অন্য বাবা মা এবং সন্তানের ভুল ধরা অন্যের ভুল নিয়ে আলোচনা করা উচিত নয়। দোষ-গুণ নিয়েই মানুষ। আপনাকে দেখে আপনার সন্তান সেই শিক্ষা নিবে। আপনি যদি অন্য সন্তানের দোষ আলোচনা করেন, সেটি আপনার সন্তান শিখবে।

Check Also

সন্তান সব সময়ে মুখে মুখে তর্ক করলে আপনি যা করবেন!

সন্তান সব সময়ে মুখে মুখে তর্ক করলে আপনি যা করবেন!

পরিবারের ছোট সদস্যরা মাঝে মধ্যেই ভুল করে। তা সে জেনে হোক কিংবা না যে। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *