আধার কার্ডের সকল ভুল ত্রুটি ঘরে বসে মাত্র ৫ মিনিটেই সংশোধন করুন
Image: google

আধার কার্ডের সকল ভুল ত্রুটি ঘরে বসে মাত্র ৫ মিনিটেই সংশোধন করুন

বর্তমান দিনে দেশের সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড এখন একটা গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। আধার কার্ড বর্তমান দিনে শুধুমাত্র যে পরিচয় পত্র হিসাবে ব্যবহার হচ্ছে তা নয় এখনকার দিনে আধার কার্ড ব্যাঙ্ক থেকে গ্যাসের কানেকশন থেকে শুরু করে, অফিস সহ সমস্ত

রকম সরকারি কাজকর্মের জন্য প্রয়োজনীয় নথি পত্র হিসাবে ব্যবহৃত হয়ে থাকছে। এমনকি সরকারের তরফ থেকে জারি করা একাধিক যোজনার সুবিধা মিলতে প্রয়োজন পড়ছে আধার কার্ডের,যার জন্য আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত

গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।তবে এত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে একাধিকবার দেখা মিলেছে নাম-ঠিকানা অথবা অন্যান্য একাধিক ত্রুটির। আর এই ভুলকে সংশোধন করতে অনেকেই ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে। তবে এখন আপনি বাড়িতে বসে খুব সহজেই আধার কার্ডের ঠিকানা কিংবা অন্যান্য যে ভুল গুলো রয়েছে সেগুলি সংশোধন করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে যেতে

হবে আধার কার্ডের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট Https://Uidai.Gov.In/ তে। 2) আর এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই যে অপশনটি রয়েছে যেখানে লেখা রয়েছে My Aadhar সেই জায়গাটি তে ক্লিক করে নিতে হবে। 3) এরপর মাই আধার কার্ড অপশন টিতে প্রবেশ করে আপনি পেয়ে যাবেন বুক অ্যান্ড অ্যাপোয়েন্টমেন্ট (Book An Appointment) অপশনটি যেটি তে ক্লিক করে নিতে হবে। 4) আর একবার এই

Book An Appointment Option টিতে যাওয়ার পর পেয়ে যাবেন অনেকগুলি অপশন যেখানে লেখা থাকবে আপনি আপনার আধার কার্ডে কী কী সংশোধন করতে চাইছেন তারপর নিচে দেওয়া থাকবে সার্চ বলে অপশনটি যেখানে কলকাতা সটলেক অপশন টি ক্লিক করে নিতে হবে আর তারপরই আপনি আপনার নিজের আধার সেবা কেন্দ্রের নাম পেয়ে যাবেন। 5) নিজের নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের নাম সিলেক্ট করার পরে দেখতে পাবেন প্রসেস টু বুক অ্যাপয়েন্ত্মেন্ট (Proceed To Book Appointment) যেখানে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে

তারপর সেই নতুন পেজে আপনাকে আধার আপডেট অপশনটা ক্লিক করে নিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে Generate OTP Option টিতে ক্লিক করে দিতে হবে। আর একবার এই ওটিপি এসে যাওয়ার পর Appointment Details নামে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে নিচের দিকে দেখতে পারবেন একটি নেক্সট বলে বাটন। 6)এরপরই আপনার সামনে চলে আসবে Personal Details নামের একটি

পেজ আজ সেখানে যেসব তথ্য গুলি চাইবে সে গুলি পূরণ করে Next অপশনটিতে ক্লিক করে নিতে হবে। 7)এবার আপনার সামনে চলে আসবে টাইম স্লট বলে একটা পেজ যেখানে আপনার পছন্দমত তারিখ বেছে নিতে পারবেন তারপর এটিকে নেক্সট করে দিতে হবে। তারপর আসবে Appointment Review নামক একটি পেজ এখানে সমস্ত তথ্য যাচাই করে পরবর্তী ধাপের জন্য এগিয়ে যেতে হবে। 8) এরপর আপনার

সামনে এসে যাবে পেমেন্টের একটি পেজ যেখানে আপনি Pay At Aadhar Seva Kendra টি ক্লিক করে এগিয়ে যাবেন ব্যাস তারপর আপনার আবেদনটি জমা পড়ে যাবে। একবার এই আবেদনটি জমা হয়ে যাওয়ার পর নতুন একটি পেজ খুলে যাবে যেখানে ক্লিক করে আপনি আপনার আবেদন ফর্ম টি ডাউনলোড করে নিতে পারবেন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *