পেঁয়াজের রস
Image: gogole

পেয়াজের রসকে চুলে এইভাবে লাগালে চুল পড়া বন্ধ হয়ে চুল লম্বা হবে ১০ গুণ!

আজকে আমি আপনাদেরকে এমন একটি রেমেড়ি তৈরি করে দেখাব এটি ব্যবহারে চুল হবে ঘন কালো এবং লম্বা। এটি শুধুমাত্র আপনার চুলকে লম্বাই করবে না, এটি যদি নিয়মিত আপনি আপনার চুলে লাগাতে থাকেন তাহলে আপনার চুল গোড়া থেকে মজবুত হয়ে উঠবে এবং

নতুন চুল গজাবে । আর এই রেমেড়িটি ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং যেকোন বয়সের জন্যই এটি উপকারী হবে । এই রেমেড়িটি তৈরি করার জন্য মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে টুকরো করে কেটে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে রস বের করে নিন।

পেঁয়াজের রস স্কাল্পে নতুন চুল গজানোর জন্য ট্রিটমেন্ট হিসেবে কাজ করে।পেঁয়াজের রস ব্যবহারের ফলে নতুন চুল গজানোর সাথে সাথে চুলপড়া যেমন কমবে , তেমনি চুলের গোড়াও শক্ত হবে। আর খুশকি দূর করার জন্য পেঁয়াজের রস সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে কাজ করে।

এখন একটি বাটিতে ১ কাপ পেঁয়াজের রস ২ চামচ অ্যালোভেরা জেল নিন । এলোভেরার টোনার আমি এখানে নেচারাল অ্যালোভেরা জেল ব্যবহার করেছি , আপনাদের কাছে নেচারাল অ্যালোভেরা জেল না থাকলে বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন । ও এই

রেমেড়িটির গুণাগুণ আরো বাড়িয়ে তুলার জন্য এরমধ্যে এড করে নিব ১টি ভিটামিন ই । এবার সবগুলো উপাদান মিক্স করে নিন। তারপর মিশ্রণটি তৈরী হয়ে গেলে এটিকে apply করে নিন । এটি apply করার ১ ঘন্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *