টুথপেস্ট দিয়ে এসব কাজও হয়, যা আগে কখনো জানতেন না!

টুথপেস্ট শুধু দাঁতের যত্নেই যে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। এর বাইরেও টুথপেস্টের নানাবিধ ব্যবহার রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক- ১। রুপোর আংটি বা গয়নার জৌলুস হারিয়ে কালচে হয়ে গেলে বা’তিল ব্রাশে কিছুটা টুথপেস্ট নিয়ে ভালো করে ঘষে নিন। এরপর ধুয়ে নিলেই

ঝকঝকে হয়ে যাবে। ২। টুথপেস্ট দিয়ে গাড়ির হেডলাইটের কাচও সহজে পরি’ষ্কার ক’রতে পারেন। নতুনের মতো চকচক করবে। ৩। হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডের নোংরা পরি’ষ্কার ক’রতেও টুথপেস্ট ফাটাফাটি। একটা ভেজা কাপড়ের টুকরোয় সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষুন। সব দাগ বা নোংরা পরি’ষ্কার হয়ে যাবে। ৪। কাঠের টেবিল বা অন্য কোন আসবাবপত্রে দাগ লাগলে

নিমেষে পরি’ষ্কার করে ফেলতে পারেন। এর জন্য কোন ক্ষ’তিকারক ব্লিচিংয়ের দরকার নেই। দাগ তুলতে টুথপেস্টই যথেষ্ট। কিছুক্ষণ লা’গিয়ে রেখে একটু জো’রে ঘষলেই উঠে যাবে। ৫। পোশাকে যদি লিপস্টিকের দাগ লে’গে যায় কিংবা বোতল উলটে সস পড়ে সাদা টেবিল ক্লথ নোংরা হয়ে যায় তবে চিন্তার কারণ নেই, মুশকিল আসান রয়েছে আপনার হাতের কাছেই। সাতপাঁচ না-ভেবে টুথপেস্ট

লা’গিয়ে ঘষে নিন। দাগ উধাও। ৬। স্মা’র্টফোনের স্ক্রিনে প্রোটেক্টিভ ফিল্ম লা’গানো নেই? ঘষা দাগ লে’গেছে? কাপড়ের টুকরোয় অল্প টুথপেস্ট নিয়ে স্ক্র্যাচের উপর আলতো করে ঘষুন। আশপাশে লে’গে থাকা টুথপেস্ট মুছে শুকিয়ে নিন। দাগ থাকবে না। ৭। নখে লে’গে থাকা দাগ তুলতে চান? টুথপেস্ট লা’গিয়ে ঘষে নিন, উঠে যাবে। ৮। বেসিন বা বাথরুমের স্টিলের কল অনেক দিন পরি’ষ্কার করেননি?

কিংবা নিয়মিত পরি’ষ্কার করলেও দাগ পড়েছে বলে মনে হচ্ছে? চিন্তা না-করে টুথপেস্ট লা’গিয়ে একটু জো’রে ঘষে নিন। ঝকঝক করবে। ৯। আয়রনের নিচের দাগ বা মরচের দাগ তুলতে টুথপেস্ট ঘষুন। পরি’ষ্কার হয়ে যাবে। ১০। মাছ কে’টে হাতে আঁশটে গন্ধ? রসুন বা পেঁয়াজে’র গন্ধ যাচ্ছে না? অস্ব’স্তি লাগছে? কিছুটা টুথপেস্টে হাতে ঘষে ধুয়ে নিন। গন্ধ উধাও হয়ে যাবে।

About Susmita Roy

Check Also

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি জেনে নিন

আধার কার্ড ভারতে একটি অপরিহার্য নথি যা অনেক সরকারী এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *