কলগেট ও পেঁয়াজ যেভাবে চুলে লাগালে চুলের গোড়া শক্ত হয় ও চুল ঘন কালো হয়
Image: google

কলগেট ও পেঁয়াজ যেভাবে চুলে লাগালে চুলের গোড়া শক্ত হয় ও চুল ঘন কালো হয়!

আপনার কি মাথার চুল পেকে যাচ্ছে বা পাক ধরেছে । ভেবে কূলকিনারা পাচ্ছেন না যে কিভাবে সারিয়ে তুলবেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য । আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকেন । তার পাশাপাশি তারা ত্বকের যত্ন নেন এবং তার

সাথে সাথে তারা চুলের যত্ন নেন । কিন্তু বাজারে অনেক নামিদামি ক্রিম ইতিমধ্যে বেরিয়ে গেছে । সে-গু-লি ব্যবহার করার ফলে কে-মি-ক্যালে প্র-য়োগ হচ্ছে চুলের মধ্যে । যার ফলে অকালে চু-ল ঝ-রে যা-ওয়া বা অকালে চুলের মধ্যে পাক ধরার ঘটনা দেখতে পাওয়া যায় । যার ফলে চি-ন্তার ক- বলে পড়ে থাকে সেই সব মানুষেরা । এই পাকা চুল ঢাকতে বাজারে অনেক ধরনের নামিদামি হেয়ার কালার আছে । কিন্তু

সে-গু-লি কেমিক্যালযুক্ত হওয়ার কারণে সেগু-লি ব্যবহার করলে আরো ক্ষতি হতে পারে । যদিও অনেকে গুলো ব্যবহার করেন কিন্তু অনেকে এ-গু-লি ব্যবহার করতে চান না । তাদের ক্ষেত্রে উপায় কি তাহলে কি সারাজীবন পাকাচুল বয়ে বেড়াতে হবে? উত্তর একদমই না । কারণ আজকে আপনাদের একটি উপায় এর কথা বলতে চলেছি যেটি আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন এবং বেশ কিছুদিন ধরে এটি ব্যবহার

করলে আপনার পাকা চুল গায়েব হয়ে যাবে ম্যা-জি-কের মতন । এই মিশ্রণ টি তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি বড় মাপের পেঁয়াজ নিয়ে নিতে হবে । এরপর সে পেজটিকে ভালো রকম করে ব্লে-ন্ড করে নিয়ে তার থেকে নিঃসৃত রস অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে । অর্থাৎ সাধারণ ভাষায় পেঁয়াজের রস আপনাকে নিতে হবে একবাটি । এবং তার মধ্যে যোগ করে দিতে হবে একটি গোটা পাতিলেবুর রস । এবং

সবশেষে আপনাকে যোগ করতে হবে সামান্য পরিমাণ কোলগেট টুথপেস্ট।যে টুথপেস্ট আমরা সকাল বেলা দাঁত পরিষ্কারের কাজে লাগায়। সমস্ত উপকরণ গু-লিকে ভালো রকম ভাবে মিশিয়ে নিলে একটি তুলার সাহায্যে আপনি স্নান করতে যাওয়ার একঘন্টা বা দুঘন্টা আগে চুলের

উপর প্র-য়োগ করুন । ভালো রকম করে প্রয়োগ করা হয়ে যাওয়ার পর আপনি সেটি রেখে দিন এক ঘন্টার জন্য । তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন বা জল দিয়ে ধুয়ে ফেলুন । এই পদ্ধতিটি একমাস ধরে চেষ্টা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পাকা চুল কি সুন্দর কালো হতে শুরু করেছে ।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *