আপনার কি মাথার চুল পেকে যাচ্ছে বা পাক ধরেছে । ভেবে কূলকিনারা পাচ্ছেন না যে কিভাবে সারিয়ে তুলবেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য । আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকেন । তার পাশাপাশি তারা ত্বকের যত্ন নেন এবং তার





সাথে সাথে তারা চুলের যত্ন নেন । কিন্তু বাজারে অনেক নামিদামি ক্রিম ইতিমধ্যে বেরিয়ে গেছে । সে-গু-লি ব্যবহার করার ফলে কে-মি-ক্যালে প্র-য়োগ হচ্ছে চুলের মধ্যে । যার ফলে অকালে চু-ল ঝ-রে যা-ওয়া বা অকালে চুলের মধ্যে পাক ধরার ঘটনা দেখতে পাওয়া যায় । যার ফলে চি-ন্তার ক- বলে পড়ে থাকে সেই সব মানুষেরা । এই পাকা চুল ঢাকতে বাজারে অনেক ধরনের নামিদামি হেয়ার কালার আছে । কিন্তু





সে-গু-লি কেমিক্যালযুক্ত হওয়ার কারণে সেগু-লি ব্যবহার করলে আরো ক্ষতি হতে পারে । যদিও অনেকে গুলো ব্যবহার করেন কিন্তু অনেকে এ-গু-লি ব্যবহার করতে চান না । তাদের ক্ষেত্রে উপায় কি তাহলে কি সারাজীবন পাকাচুল বয়ে বেড়াতে হবে? উত্তর একদমই না । কারণ আজকে আপনাদের একটি উপায় এর কথা বলতে চলেছি যেটি আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন এবং বেশ কিছুদিন ধরে এটি ব্যবহার





করলে আপনার পাকা চুল গায়েব হয়ে যাবে ম্যা-জি-কের মতন । এই মিশ্রণ টি তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি বড় মাপের পেঁয়াজ নিয়ে নিতে হবে । এরপর সে পেজটিকে ভালো রকম করে ব্লে-ন্ড করে নিয়ে তার থেকে নিঃসৃত রস অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে । অর্থাৎ সাধারণ ভাষায় পেঁয়াজের রস আপনাকে নিতে হবে একবাটি । এবং তার মধ্যে যোগ করে দিতে হবে একটি গোটা পাতিলেবুর রস । এবং





সবশেষে আপনাকে যোগ করতে হবে সামান্য পরিমাণ কোলগেট টুথপেস্ট।যে টুথপেস্ট আমরা সকাল বেলা দাঁত পরিষ্কারের কাজে লাগায়। সমস্ত উপকরণ গু-লিকে ভালো রকম ভাবে মিশিয়ে নিলে একটি তুলার সাহায্যে আপনি স্নান করতে যাওয়ার একঘন্টা বা দুঘন্টা আগে চুলের





উপর প্র-য়োগ করুন । ভালো রকম করে প্রয়োগ করা হয়ে যাওয়ার পর আপনি সেটি রেখে দিন এক ঘন্টার জন্য । তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন বা জল দিয়ে ধুয়ে ফেলুন । এই পদ্ধতিটি একমাস ধরে চেষ্টা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পাকা চুল কি সুন্দর কালো হতে শুরু করেছে ।









