উজ্জ্বল ফর্সা ত্বক সবারই কাম্য। তবে এর জন্য ত্বকের প্রতি হতে হবে যত্নবান। পারিপার্শ্বিক নানান কারণে আমাদের ত্বকের ক্ষতি হতে থাকে। ধুলাবালি অথবা খাদ্যাভ্যাসের কারণে ত্বকে কালচে দাগ পড়ে যায়। আবার ত্বকে ব্রণ ও ব্রণের দাগ পড়ে যায়। এক্ষেত্রে প্রসাধনী ব্যবহার না করে





প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোই উত্তম। কালচে দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দুটি পদ্ধতি বেশ কার্যকরী। চলুন তবে জেনে নেয়া যাক সেই পদ্ধতিগুলো- পরিমাণ মতো দইয়ে অল্প করে মধু ও লেবুর রস মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর মিশ্রণটি মুখে





লাগিয়ে নিন। এবার ১৫ মিনিট হালকাভাবে মাসাজ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। মধু ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে। লেবুর রস এবং দইয়ের মিশ্রণে উপস্থিত ভিটামিন-সি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ত্বককে ফর্সা করে





তুলতে ডিমের কোনো বিকল্প নেই। একটি ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার এটি সারা মুখে ভালোভাবে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ব্যবহারে সাত দিনেই কালচে দাগ দূর হয়ে ত্বকে ফিরে আসবে উজ্জ্বলতা।









