শীতের পোশাক আলমারিতে তোলার আগে যা করবেন
Image: google

শীতের পোশাক আলমারিতে তোলার আগে যা করবেন!

ধীরে ধীরে কমতে শুরু করেছে শীতের প্রকোপ। এবারের শীতকালটা যেন একটু দীর্ঘই যাচ্ছে। মানে শীত যাই যাই করেও যেন যাচ্ছে না। তবে এখন আর তেমন শীতের পোশাক গায়ে জড়ানোর প্রয়োজন পড়ছে না। আর কয়েকদিনের মধ্যেই শীতের পোশাকের জায়গা হবে আলমারিতে।

তবে শীতের পোশাক আলমারিতে তুলে রাখলেই শুধু চলবে না। উল বা পশমি কাপড়গুলো ফাঙ্গাস বা ধুলাবালিতে যেন নষ্ট না হয়, সেজন্য আলমারিতে তুলে রাখার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। তবেই ভালো থাকবে আপনার শীতের পোশাকগুলো। চলুন তবে জেনে নেয়া

যাক শীতের পোশাক আলমারিতে তোলার আগে কী কী করবেন: উঠিয়ে রাখার আগে ধুয়ে নিতে হবে মাত্র কয়েকবার পরা হয়েছে- এটা ভেবে না ধুয়ে তুলে রাখবেন না কাপড়। সোয়েটার, জ্যাকেট বা থার্মালস না ধুয়ে উঠিয়ে রাখলে ব্যাকটেরিয়া, ধুলা বা গন্ধ মাসের পর মাস উলেই

আটকে থাকবে। এসব পোশাক ড্রাই ক্লিনিং করাতে পারেন বা বাসাতেই ধুতে পারেন। ওঠানোর আগে শুকিয়ে নেবেন ভালো করে। আদ্রতা কম এমন স্থানে রাখুন স্যাঁতসেঁতে পরিবেশ বা ঘরে আলমারি রাখবেন না। এতে কাপড়ে দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে রাখবেন

মূল্যবান শীতের পোশাকগুলো। ভ্যাকুয়াম ব্যাগে রাখুন পশমের পোশাক বাতাসহীন ব্যাগে প্যাক করুন। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শুষে নেওয়ার জন্য কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন।

টিপস-
শীতের পোশাক কখনো ঝুলিয়ে রাখবেন না। দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পোশাকের ভাঁজে ন্যাপথালিন রেখে দিতে পারেন। তাহলে পোকা বাসা বাধতে পারবে না।মাঝে মাঝে পোশাক বের করে রোদে দেবেন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *