চুল রঙ না করেই পাকা চুলকে কালো করুন প্রাকৃতিক পদ্ধতিতে
Image: google

চুল রঙ না করেই পাকা চুলকে কালো করুন প্রাকৃতিক পদ্ধতিতে

চুলে পাক ধরা হল একটি স্বাভাবিক ব্যাপার। বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে চুলে পাক ধরতে থাকে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বর্তমান দিনে দেখা যাচ্ছে ছেলে অথবা মেয়ে অসময়ে অর্থাৎ বয়স হওয়ার আগেই চুলে পাক ধরে যাচ্ছে। তাই তারা মানসিক রোগে ভুগতে থাকে। চুলে

পাক ধরাকে রুখতে হলে আমাদের নানা কৃত্রিম উপায় অবলম্বন করতে হয়। যেমন ধরুন বাজারে অনেক রকম হেয়ার কালার এসে গেছে এগুলি প্রয়োগ করে আপনি আপনার চুলকে কালো করতে পারেন। কিন্তু অনেকে বাজারে বিক্রিত এই কেমিক্যাল মিশ্রিত হেয়ার কালার ব্যবহার

করতে চান না। তাহলে কি তাদের আজীবন পাকা চুল নিয়ে জীবনটা কাটাতে হবে। উত্তরটা হলো না! আপনাকে বাজারে বিক্রি হওয়া ওই সব কেমিক্যাল মিশ্রিত হেয়ার কালার ব্যবহার করতে হবে না। তাহলে উপায়? উপায় আপনার বাড়িতেই। বাড়িতে বসে বানিয়ে নিন এক মিরাকেল ড্রিঙ্ক। যা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এক দ্রবণ বা মিশ্রণ বলতে পারেন। যা দিনে দুই থেকে তিনবার খাবার পর যদি আপনি পান করতে পারেন

তাহলে আপনি আপনার চুলের অকালপক্কতা রোধ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক সেই মিরাকেল ড্রিঙ্ক প্রস্তুতির উপকরন ও প্রক্রিয়া: ∆ উপকরণ:- এক কাপ মধু। এককাপ ফ্ল্যাক্স সিড এর তেল। গোটা 4 পাতিলেবু। 5 কোয়া ছাড়ানো রসুন। মিশ্রন বানানোর প্রক্রিয়া:- প্রথম একটি মিক্সার গ্রাইন্ডারে উল্লেখিত সমস্ত উপকরণ গুলি ভালো করে গ্রাইন্ড করে নিন। পাতি লেবু গুলিকে আপনি খোসা ছাড়িয়ে অথবা খোসা

সমেত মিক্সার গ্রাইন্ডার দিতে পারেন। সম্পূর্ণভাবে মিশ্রণটি ভালোভাবে মিশ্রিত হয়ে গেলে ও হালকা গাঢ় হয়ে এলে সেই মিশ্রণটিকে একটি অন্য কাঁচের জারে ঢেলে রেখে দিন। ব্যাস আর কি! তারপর এটি ব্যবহার করতে থাকুন। মাস দুই ব্যবহার করে দেখুন ফল অবশ্যই পাবেন।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *