বাথরুমের ঝরনার ছিদ্র বন্ধ হলে পরিষ্কার করুন সহজ এই উপায়ে!
Image: google

বাথরুমের ঝরনার ছিদ্র বন্ধ হলে পরিষ্কার করুন সহজ এই উপায়ে!

স্নানের সময় সবাই বাথরুমের ঝরনাটি ব্যবহার করে থাকেন। তবে দীর্ঘদিন ঝরনার ছিদ্রগুলো পরিষ্কার না করার কারণে তাতে পানির ময়লা বা
আয়রনের আস্তরণ পড়ে যায়। এর ফলে বন্ধ হয়ে যায় এর ছিদ্রগুলো। ঝরনার সবগুলো ছিদ্র দিয়ে পানি না পড়ায় গোসলও করা যায় না ঠিকমতো। এ সমস্যা থেকে মুক্তির উপায় হয়তো জানা নেই অনেকেই। জানলে অবাক হবেন, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই আয়রনের

আস্তরণ দূর করা যায়। আসলে আয়রনের আস্তরণ কতোটা পুরু; তার উপর নির্ভর করছে, আপনাকে কোন উপাদান ব্যবহার করতে হবে। জেনে নিন কীভাবে- প্রথমেই লাগবে একটি প্লাস্টিকের ব্যাগ। তারপর পাতলা আস্তরণ দূর করতে সামান্য লবণ ও লেবুই যথেষ্ট। লবণ আর

লেবুর মিশ্রণটি ঝরনার মুখে মাখিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দিন। পাতলা আস্তরণ পরিষ্কার হয়ে যাবে সকালের মধ্যেই। মাঝারি আস্তরণ দূর করতে ব্যবহার করুন লবণ এবং ভিনেগার। এটিও রাতে মাখিয়ে রাখুন। সকালে আয়রনের আস্তরণ দূর হয়ে যাবে। আর ঝরনার মুখের ছিদ্রগুলো সব

খুলে যাবে। দীর্ঘদিন অযত্নে থাকা ঝরননার মুখে খুব মোটা আয়রনের আস্তরণ পড়তে পারে। সেক্ষেত্রে ব্যবহার করুন বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণ।যত পুরু আয়রনের আস্তরণই হোক না কেন এই দুই উপকরণ ব্যবহারেই ঝকঝকে হয়ে যাবে।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *