আধার কার্ড -প্যান কার্ডে বানান ভুল হলে সংশোধন করার উপায়
Image: google

আধার কার্ড -প্যান কার্ডে বানান ভুল হলে সংশোধন করার উপায়

সাধারণ মানুষের কাছে আধার কার্ড এবং প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে এই দুই কার্ড ব্যবহার করে থাকেন। প্যান কার্ড মূলত আয়কর এবং ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হলেও এই দুই কার্ড অনেক ক্ষেত্রেই নাগরিকত্বের প্রমাণ স্বরূপ ব্যবহার

করা হয়ে থাকে। তবে এই দুই কার্ডে নামের বানানে ভুল থাকলে তা যথেষ্ট সমস্যার। কিন্তু সহজ কিছু পদ্ধতির সাহায্যে মেটানো সম্ভব। প্যান বা permanent account number দেওয়া হয়ে থাকে আয়কর দফতরের তরফ। যা আয়করের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে আধার নম্বর

দেওয়া হয়ে থাকে uidai এর তরফে। এই কার্ড মূলত ব্যাংক টেলিকম কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই কার্ড নাগরিকত্বের প্রমাণস্বরূপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই কার্ডের সঙ্গে অন্যান্য পরিষেবা অর্থাৎ ফোন নম্বর, ব্যাংকের

account লিঙ্ক করানো বাধ্যতামূলক। নয়ত গ্রাহকদের অসুবিধার মধ্যে পরতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। আধার কার্ডে নামের বানান ঠিক করার জন্য গ্রাহকদের স্থানীয় আধার কেন্দ্রে যেতে হবে। গ্রাহকদের aadhar modification form সঠিক ভাবে লিখতে হবে সঠিক

তথ্য দিয়ে। পাশপাশি সঠিক নামের বানানের সঙ্গে বাকি প্রামান্য নথি দিতে হবে। প্রার্থীদের ২৫ থেকে ৩০ টাকা খরচ করতে হবে। অন্যদিকে প্যান কার্ডের ক্ষেত্রে গ্রাহকদের national securities depository limited website ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে গ্রাহকদের

correction in existing pan অপশনে ক্লিক করতে হবে। সঠিক নামের সঙ্গে প্রয়জনীত তথ্য দিতে হবে। তারপরে সাবমিট করতে হবে এবং এই কাজের জন্য নির্দিষ্ট অর্থ দিতে হবে। আবেদনের ৪৫ দিনের মধ্যে সঠিক প্যান কার্ড হাতে পাবেন গ্রাহকেরা।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *