বাড়িতে টবে চাষ করুন সুস্বাদু কমলা লেবু, সহজ পদ্ধতিতে শিখে নিন….

বাড়িতে বিভিন্ন ফল বা ফুলের চাষ করার শখ অনেকেরই থাকে। কিন্তু বর্তমানে ছোট ছোট ফ্লাটে পর্যাপ্ত পরিমাণে বাগান থাকা একবারেই স্বপ্ন। তাই ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনা। কিন্তু আজ এমন এক পদ্ধতির কথা জানানো হবে যার মাধ্যমে টবে চাষ করতে পারবেন বল, তাও

আবার কমলালেবু। এই সমতল ভূমিতে ও এই আবহাওয়ায় কিকরে কমলালেবু গাছ লাগাবেন ও পরিচর্যা করবেন। কমলালেবুর চাষ করতে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো সঠিক ভাবে মাটির প্রস্তুতি। এরজন্য আপনাকে 40% সাধারন মাটি, একবছর পুরনো গোবর সার, 250 গ্রাম

হাড়ের গুড়ো, 150 গ্রাম সংকুচিত, 250 গ্রাম নিমখোল, 250 গ্রাম শঙ্খের গুলো প্রয়োজন। এই সমস্ত উপাদান ভালোভাবে মিশ্রন করে জল দিয়ে ভিজিয়ে 15 দিন রেখে দিতে হবে। তারপর সেগুলো ভালোভাবে রোদে শুকিয়ে ওই মিশ্রণে, চার ভাগের এক ভাগ কোকোপিট মিশিয়ে

দিতে হবে। মাটি প্রস্তুত হয়ে গেলে কমলালেবু গাছটিকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। প্রতিনিয়তঃ যত্ন ও প্রয়োজনমতো কীটনাশক ও সার ব্যবহার করতে হবে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে যখন কমলালেবুর গাছগুলিতে ফুল আসতে শুরু করবে তখন প্রতি লিটার জলে এক

মিলিমিটার মিরাকুলান আর দুই গ্রাম এন্ট্রাকল ফাঙ্কিসাইড মিশিয়ে স্প্রে করতে হবে। এইভাবে ছ’মাস যত্ন নেওয়ার পর গাছে ফলন শুরু হবে। প্রতি 6 মাস অন্তর গাছটিতে পান খাওয়ার চুন এবং তিন মাস অন্তর মিশ্র সার দেওয়া হলে গাছটির গ্রোথ ও ফলন বাড়বে। এভাবে পরিচর্যা রাখলেই সুস্বাদু কমলালেবু নিজের বাড়িতেই পেয়ে যাবেন।

About Susmita Roy

Check Also

নারীর মন জয় করার দুর্দান্ত কৌশল!

নারীর মন জয় করার দুর্দান্ত কৌশল!

নারীদের মন বোঝা ভীষণ কঠিন। কিসে তাদের খুশি আর কিসে তাদের কষ্ট, এইটাই ঠিকঠাক বুঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *