জলের কলের নোংরা দাগ পরিষ্কার করার সহজ উপায়
Image: google

জলের কলের নোংরা দাগ পরিষ্কার করার সহজ উপায়

বাড়ি পরিষ্কার-পরিছন্ন রাখতে সবাই ভালোবাসেন। মেঝে-দেওয়াল কিংবা বাথরুম পরিষ্কার রাখতে নানান বাজার চলতি ক্লিনার ব্যবহার করেন অনেক। তবে কি বাড়ির কলগুলি ঠিক একই ভাবে পরিষ্কার করেন? উত্তর হয়তো অনেকের কাছেই না হবে। তবে

যে কলগুলি দিয়ে জল আসে মাঝেমধ্যেই সেই কলের মুখ গুলি পরিষ্কার করা উচিত। লাইমস্কেল, যা ক্যালসিয়াম কার্বোনেট শক্ত রূপ এবং খরজল থেকে উৎপন্ন হয়, কলের চারপাশে জমে গিয়ে জলের ফ্লো কমিয়ে দেয় এবং কলের চেহারা খারাপ করে তোলে।তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন খুব সহজে কিভাবে আপনার বাড়ির কলের

মুখগুলি পরিষ্কার করবেন।১] টুথপেস্ট : বেসিন, শাওয়ার, সিঙ্কের কলে খুব তাড়াতাড়ি জলের দাগ পরে যায়। এটি পরিষ্কার করতে খানিকটা
টুথপেস্ট নিয়ে শুকনো স্পঞ্জে লাগিয়ে কলের চারপাশে রেখে দিন। কিছুক্ষন পরে মুছে দিলেই প্রথমের মতো ঝকঝকে হয়ে উঠবে আপনার কল। ২] বেকিং সোডা : বেকিং সোডা ও জল মিশিয়ে একটা পেস্ট তৈরী করে নিতে হবে। কলের যে অংশে দাগ আছে সেখানে লাগিয়ে ব্রাশ

দিয়ে ঘষে নিলেই দেখবেন সব রকমের দাগ উঠে গেছে। ৩] ডিশ ওয়াশিং সোপ : অল্প পরিমানে ডিশ ওয়াশিং লিকুইড সোপ নিতে হবে। এবার গরম জলের মধ্যে সেই ডিশ ওয়াশিং সোপ নিয়ে একটা কাপড়ে ভিজিয়ে নিতে হবে। এবার কল মুছে ফেলুন। দেখবেন সম্পূর্ণ নতুনের মতো হয়ে গেছে কল। ৪] টমেটো সস : টমেটো সস তো অবশ্যই খাবেন তবে তার সাথে কল পরিষ্কার করতেও কিন্তু এটা খুবই সক্রিয়।

কলের যে অংশে দাগ লেগেছে সেখানে টমেটো সস লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এর পরে কোনো ব্রাশ বা কাপড় দিয়ে ঘষলেই সব দাগ উঠে যাবে। ৫] ভিনিগার : ১ টেবিল চামচ হোয়াইট ভিনিগার ও ১ টেবিল চামচ ডিশ ওয়াশিং লিকুইড সোপ একসাথে মিশিয়ে নিতে হবে। বেসিন বা কলে যে জায়গায় দাগ আছে সেখানে লাগিয়ে ঘষে দিন। সাথে সাথেই চলে যাবে। আপনার বাথরুমের শাওয়ার হেডেও যদি দাগ

জমে যায় তাও পরিষ্কার হয়ে যাবে। একটি প্যাকেটে হোয়াইট ভিনিগার ঢেলে নিন। ভিনিগারের প্যাকেটটা শাওয়ার হেডে লাগিয়ে রেখে দিন। সারারাত রাখলে দাগ শুষে নেবে। পরেরদিন সকালে খুলে ফেলবেন। দাগের উপরে ভিনিগার স্প্রে করে আসতে আসতে ঘষলেই যে কোনো দাগ উধাও হয়ে যাবে। গরম জলের সাথে ভিনিগার মিশিয়ে নিতে হবে। একটা শুকনো কাপড়ে সেই ভিনেগার জলে মিশিয়ে নিয়ে কলে যে জায়গায়

দাগ আছে সেখানে সম্পূর্ণভাবে লাগিয়ে ঘষতে হবে। সাথে সাথেই তাহলে সব দাগ চলে যাবে। তবে মেটাল প্লেটেড জলের কল পরিষ্কারের কিছু নিয়ম আছে। এই কল পরিষ্কার করা বেশ কঠিন। এই জাতীয় কল পরিষ্কারের জন্য লেবু, ভিনেগার, সাধারণ জল কিংবা শক্ত ব্রাশ একদমই

ব্যবহার করা যাবেনা। আপনাকে প্রতিদিন মাইক্রোফাইবারের কাপড় দিয়ে কল ভালো করে মুছতে হবে। ডিস্টিলড ওয়াটার ও সামান্য বেকিং সোডা গুলিয়ে কল মুছলে সব দাগ চলে যাবে। তাহলে আজ থেকেই বাড়ির সাথে সাথে বাড়ির কলগুলিও সুন্দর এবং উজ্জ্বল রাখতে শুরু করে দিন।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *