ঘরে বসেই পার্লারের মতো হেয়ার স্পা করার সহজ পদ্ধতি
Image: google

ঘরে বসেই পার্লারের মতো হেয়ার স্পা করার সহজ পদ্ধতি!

চুল নিয়ে আমরা অনেকেই সমস্যায় ভুগে থাকি।অনেক সময় তেই ঠিকঠাক ভাবে যত্ন না করার জন্য চুলের রুক্ষতা এবং অন্যান্য নানা পরিবর্তন দেখা যায়। অনেকেই এর জন্য পার্লারের সাহায্য নিয়ে থাকে। আবার অনেকেই সময়ের অভাবে চুলের সমস্যা গুলি কে এড়িয়ে যান। কিন্তু এর ফলে পরবর্তীতে আপনার চুল পড়া

থেকে শুরু করে নানান ধরনের অসুবিধা দেখা দিতে পারে।তাই আপনাদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি কিভাবে বাড়িতে বসেই পার্লারের মতন হেয়ার স্পা করতে পারবেন তার উপায়। আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেখে নেওয়া যাক। চুলের রুক্ষতা

দূর করে তাকে ঝলমলে এবং সিল্কি করে তুলতে প্রথমেই একটি ছোট্ট অয়েল ট্রিটমেন্ট ব্যবহার করুন। এটি করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে।কারণ এতে তেল আপনার চুলের সারারাত ধরে নিজের কাজ করতে পারবে। প্রথমেই একটি বাটিতে আপনার চুলের পরিমাণ অনুযায়ী অলিভ অয়েল নিয়ে নিন।এরপর তেলটিকে ভালো করে চুলের গোড়া থেকে শুরু করে শেষ দৈর্ঘ্য অবধি ম্যাসাজ করতে

থাকুন। এভাবে কিছুক্ষণ মাসাজ করার পর, চুলকে সারারাত ওই অবস্থায় ফেলে রাখুন।এরপর সকালে উঠে যে কোন শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুলকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। এরপর আসবো আমরা পরবর্তী পর্যায়ে, যেখানে আমরা চুলের উপর একটি হেয়ার মাক্স ব্যবহার করব। তার জন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে তিন চামচ পরিমাণ কাঁচা দুধ, দুই চামচ পরিমাণ অলিভ অয়েল

এবং মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম এর পরিবর্তে এখানে আপনি ৪-৫ চামচ পরিমাণ টক দই ও ব্যবহার করতে পারেন। এরপর ভাল করে মিশিয়ে হেয়ার মাক্স টি চুলে ৩০ মিনিট সময় পর্যন্ত লাগিয়ে রাখুন। মনে রাখবেন এই সময়ে চুলকে একটি পলিথিন দিয়ে ঢেকে রাখবেন।

নির্দিষ্ট সময় অতিক্রম করার পর আবারও শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ভালো করে চুলকে ধুয়ে নিন। অন্ততপক্ষে প্রতিমাসে একবার এইভাবে হেয়ার মাক্স ব্যবহার করলে খুব সহজেই আপনার চুল কোমল, নমনীয় এবং সাইনি হয়ে উঠবে।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *