টিপস নম্বার ১. বগলের দাগ হয় সাধারণত যে সব উপাদান দ্বারা হেয়ার ক্লিক করা হয়।তাছাড়া স্বাভাবিকভাবে ও হয়।তবে তুত্রিম উপাদানের বদলে বিভিন্ন্ প্রাকৃতিক বা ভেষজ উপাদান যেমন চিনি,লেবু ইত্যাদি ব্যবহা করতে পারেন।কারণ লেবুর পরিষ্কারক হিসেবে





কাজ করে। বগলের কালো দাগ কীভাবে বগলের কালো দাগ দূর করবেন জেনে নিন? টিপস নম্বার ২. বগলের নিচের ত্বকটিকে উজ্জ্বল করে তোলার আরেকটি প্রাকৃতিক উপায় হল লেবুর রস ঘষা। লেবুর রস কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করবে। বগলের কালো দাগ দূর করার টিপস নম্বার ৩.লেবুর রস, হলুদের গুঁড়া, ময়দার গুঁড়া ইত্যাদির তৈরী মাস্ক ব্যবহার করতে পারেন। টিপস নম্বার ৪. তাছাড়া





আলু এবং শসা ব্যবহার করতে পারেন। আলু বা শসা ১৫ মিনিট বগলের ত্বকে ব্যবহারে কালো দাগ দূর হয়ে যাবে। টিপস নম্বার ৫. দুধ ও জাফরানের গুঁড়ার মিশ্রণ এই সমস্যাটির সমাধানে কার্যকর ভূমিকা রাখে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বগলের ত্বকে জাফরানের গুঁড়ার সাথে ২ টেবিল চামচ দুধ মিশিয়ে ব্যবহার করুন ।সকালে ভালো করে ধুয়ে ফেলুন। টিপস নম্বার ৬. ডিওডোরেন্ট ব্যবহার করবেন





না।ডিওডোরেন্ট ত্বকে বিভিন্ন ফাংগাস তৈর করে ।ফলে ত্বক কালো হয়। প্রাকৃতিক কোনো উপাদান যেমন বেকিং সোডা, অ্যান্টি ফাংগাল পাউডার এবং ফিটকিরি ব্যবহার করুন। টিপস নম্বার ৭. ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে কালচে ভাব থেকে দূর করতে চন্দনের গুঁড়া বা গোলাপজল ব্যবহার করুন। আশাকরি আপনার বগলের কালো দাগ জনিত সমস্যা দূর হবে।









