কলা খুবই গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর ফল। এটি কাঁচা ও পাকা দু’ভাবেই খাওয়া যায়। কাঁচা কলা রান্না করে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা কলা সবজি হিসেবেই পরিচিত। এটি সহজলভ্য একটি সবজি। বার মাসই কম বেশি বাজারে পাওয়া যায়। এই কাঁচা কলার গুণ কিন্তু





অনেক। দেহের পুষ্টি জোগান দেয় এবং রোগ প্রতিরোধে সহায়ক।পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি-তে ভর্তি কাঁচাকলা। এ ছাড়াও রয়েছে প্রচুর ফাইবার। এটি খেলে কোন কোন রোগ





শরীর থেকে দূরে থাকে, জানেন কি? ঝালে, ঝোলে, অম্বলে কাঁচাকলা বাঙালি রান্নার নিত্য সঙ্গী। এই আনাজটি অনেকেই খেতে পছন্দ করেন। কিন্তু স্বাদগুণই নয়, এর আরও অনেক গুণ রয়েছে। জানেন কি, সেগুলি কী কী? কাঁচাকলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে। একটি





কিডনির যত্নে অত্যন্ত কাজে লাগে। তাছাড়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে বা হৃদযন্ত্রের উপকার করতেও পারে এই উপাদানটি। পেটের সমস্যায় ভুগছেন? গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে? তাহলে কাঁচাকলা সিদ্ধ করে অল্প নুন দিয়ে খান। খালি পেটে এটি খেলে দ্রুত





আরোগ্য পেতে পারেন। তবে বেশি নুন দেবেন না। সেক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে। কাঁচাকলায় প্রচুর ফাইবার রয়েছে। এগুলি ধীরে ধীরে হজম হয়। সেই কারণে অনেক ক্ষণ খিদে পায় না। ফলে একবার কাঁচাকলা খাওয়ার পরে বহু ক্ষণ খিদে পায় না। তাই পেট ভর্তি থাকে। এতে মেদের সমস্যা কমে। ওজনও নিয়ন্ত্রণে থাকে।









