গরুর খামারকে লাভজনক করতে ১০ টি কার্যকর টিপস
Image: google

গরুর খামারকে লাভজনক করতে ১০ টি কার্যকর টিপস!

গরুর খামারকে অধিক লাভজনক করতে যা মানতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনেই খামার শুরু করা উচিত। সঠিক তথ্য ও নিয়ম-কানুন না মেনে গরুর খামার শুরু করলে

সেই খামারে লোকসান হওয়ার সম্ভবনা থাকে। আসুন আজকে জেনে নিব গরুর খামারকে অধিক লাভজনক করতে যা মানতে হবে সেই সম্পর্কে-গরুর খামারকে অধিক লাভজনক করতে যা মানতে হবেঃ-

১। ফার্মের বায়োসিকিউরিটি মেনে চলুন অন্যকে মানতে বাধ্য করুন। অন্য খামারে দুধ দোহন করে এমন দোহানকারী পরিহার করতে হবে। ২। গরুর খাবার পাত্র এবং পানির পাত্র আলাদা রাখতে হবে।

৩। দানাদার খাবার যথাসম্ভব শুকনা খাওয়ানোর চেষ্টা করতে হবে। আর প্রয়োজন হলে অল্প পানি মিশাতে হবে।
৪। পানির পাত্রে সব সময় ফ্রেশ পানি রাখতে হবে, তবে পানি যেন বিশুদ্ধ হয় তা নিশ্চিত করতে হবে।

৫। আপনার ফার্মে ভালো পার্সেন্ট এর ব্রীডিং বোল রাখুন বা কিনুন বা বানান । এতে করে কনসিভ না করার সমস্যা দূরীভূত হবে।
৬। গাভী ছয় মাসের গর্ভবতী হলে লবণ খাওয়ানো বন্ধ করুন এবং বাচ্চা দেওয়া পর্যন্ত তা পালন করুন। এতে গাভীর ওলানে পানি আসবে না।

৭। গর্ভবতী গাভী এবং নতুন বীজ দেওয়া হয়েছে এমন বকনা আলাদা রাখবেন।
৮। নিজের ফার্মের বকনা বাচ্চাকে গাভী বানান।কারণ আপনি কখনই কিনতে গেলে ভালো গাভী কিনতে পারবেন না।

৯। নিয়মিত সংক্রামক রোগের টিকা প্রদান করুন এবং সময়মতো কৃমিনাশক ঔষধ খাওয়ান।
১০। ফার্মের প্রতিটি গরুর, খাবারের বা ক্রয়-বিক্রয়ের সবকিছু রেকর্ড রাখতে হবে।

Check Also

মাত্র ২০০০ টাকায় মেশিন কিনে শুরু করুন এই দারুন লাভের ব্যবসা

মাত্র ২০০০ টাকায় মেশিন কিনে শুরু করুন এই দারুন লাভের ব্যবসা

যে কোন চাকরির থেকে ব্যবসা করে কিন্তু অনেকটাই বেশি উপার্জন করা যাচ্ছে।এমতাবস্থায় আজকের এই বিশেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *