সারাদিন মশার উপদ্রবে বাড়িতে টেকা দায়? মশার জ্বালায় হচ্ছেন নাজেহাল? সাথে মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া এসব প্রাণঘাতী রোগের হাতছানি তো আছেই। তারপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বর্ষাকাল। এই মরশুমে মশার উপদ্রব হয়ে ওঠে প্রায় দ্বিগুণ। তাই মশার উপদ্রব থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে





আজই অবলম্বন করুন কিছু সতর্কতা।মশার কামড় সাথে মশা মারার কয়েল এ যেন মৃত্যুর হাতছানি! মশার কামড় থেকে বাঁচতে বাজারে কিনতে পাওয়া যায় নানান নামিদামি ব্র্যান্ডের কয়েল ও মসকিউটো রিপেলেন্ট। তবে গবেষণায় দেখা যাচ্ছে একটি মশার কয়েল থেকে যে পরিমাণ বিষাক্ত ধোঁয়া বেরোয় তা প্রায় 100 টি সিগা রেটের সমান যা থেকে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার শরীরের। তবে এবার





বাড়িতে বসেই ঘরোয়া উপায়ে বানিয়ে নিতে পারেন মসকিউটো রেপেলেন্ট। যাতে করে সাপও মরবে লাঠিও ভাঙবে না অর্থাৎ আপনার শরীরের কোনো ক্ষতিও হবে না এবং মুক্তি পাবেন মশার উপদ্রব থেকে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন এই টোটকাটি।প্রথমেই একটি মাটির পাত্রে দিতে হবে তিন চারটি রসুনের পেস্ট ও ছোট ছোট করে কেটে নেওয়া একটি তেজপাতা। এরপর তাতে যোগ করতে





হবে দেশি ঘি এবং কর্পূরের গুঁড়ো। এইবার উপকরণ গুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য বিয়ার সহযোগে মিশ্রনটিকে জ্বালিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিন ঘরের কোনায়। নিয়মটি সঠিকভাবে পালন করতে পারলে আপনার ঘরের সমস্ত মশা যে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে একথা বাজি ধরে বলা যায়।









