পুরোনো শ্বাসকষ্ট, বুকে জমা কফ, কাশি চিরতরে দূর করুন এই ঘরোয়া উপায়ে
Image: google

পুরোনো শ্বাসকষ্ট, বুকে জমা কফ, কাশি চিরতরে দূর করুন এই ঘরোয়া উপায়ে!

করোনা এই মহামারী সময় আমরা সকলে ভী’তস’ন্ত্র’স্ত। এই মহামারীর উপসর্গের মধ্যে একটি উপসর্গ হলো শ্বা’স’ক’ষ্ট। শ্বা’স’ক’ষ্ট সাধারণত বুকের মধ্যে জমে থাকা কফ এর কারণে হয়ে থাকে। অনেকের এই শ্বা’স’ক’ষ্ট বহু পুরনো রো’গ হয়ে থাকলেও বর্তমানে সেই

শ্বা’স’ক’ষ্ট কিন্তু তাদের মধ্যে ডেকে আনছে ভ’য়। এর পাশাপাশি শ্বা’স’ক’ষ্ট শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কে ধীরেধীরে অ’কে’জো করে দিতে পারে । তাই এটি দূরীকরণে চেষ্টা অনেকেই করে থাকেন কিন্তু ফল মেলে না তেমন ভাবে। বুকের মধ্যে জমে থাকা ক’ফ স’র্দি কা’শি বা শ্বা’সক’ষ্ট জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে কোন ওষুধ নেই। তবে আয়ুর্বেদ শাস্ত্রে এমন বেশ

কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলো অবলম্বন করলে আপনি নিমিষে বহু পুরনো শ্বা’স’ক’ষ্ট থেকে পেতে পারেন মুক্তি । সে’গু’লি কি? আসুন দেখে নেব। এই ঘরোয়া উপকরণ টি তৈরি করতে লাগবে আদা রসুন এবং মধু। আদার মধ্যে থাকে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যা আমাদের শরীরে শ্বা’স’ক’ষ্ট জনিত সমস্যা বা বুকের মধ্যে ক’ফ জমে যাওয়া মতন গুরুতর সমস্যার স’মা’ধা’ন করতে ব্যবহৃত

হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্রের বহুকাল আগে থেকেই এই আদার ব্যবহার হয়ে থাকে আপনি কাঁচা আদা বা শুকনো আদা যেকোন উপায়ে খেলেই মিলবে ফল। রসুনের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রো’গ প্র’তি’রো’ধ ক্ষ’ম’তা বাড়িয়ে তোলে। এবং যেকোনো ধরনের ভাইরাস প্রতিরোধ এর ক্ষ’ম’তা সৃষ্টি করে। এর পাশাপাশি মধুতে রয়েছে বিভিন্ন খনিজ উপাদান তাছাড়াও এর

মধ্যে ফ্যাট এবং শর্করা থাকে না ফলে এটি শরীরের অত্যন্ত উপকারী হয়ে থাকে। এবার আপনাদের বলবো এই তিনটি উপাদান সঠিক কি নিয়মে খেলে আপনি মুক্তি পাবেন শ্বা’স’ক’ষ্ট থেকে। প্রথমে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে ছোট ছোট টুকরো করে আদা এবং রসুন ফেলে দিন । যদি দু গ্লাস জল নেন তাহলে সেটিকে ফুটিয়ে এক গ্লাস করে নিন এবং গরম থাকা অবস্থাতে একটি পাত্রে ঢেলে

রাখুন। এই গরম থাকা অবস্থায় তার মধ্যে যোগ করুন ১ থেকে ২ চামচ খাঁটি মধু । মিশ্রনটিকে দিনে দুবার অর্থাৎ সকাল বেলা খাবার আগে এবং রাতের বেলা খাবার পর যদি আপনি সেবন করেন তাহলে আপনি বহু পুরনো শ্বা’স’ক’ষ্ট থেকে পেতে পারেন মুক্তি।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *