দেয়ালের স্যাঁতসেঁতে ভাব বা ছত্রাক দূর করবেন যেভাবে
Image: google

দেয়ালের স্যাঁতসেঁতে ভাব বা ছত্রাক দূর করবেন যেভাবে!

বর্ষায় প্রকৃতি যেন নতুন প্রাণ পায়। এই দিনে বৃষ্টি মনে যেমন আনন্দ দেয়, ঠিক তেমনি কিছু সমস্যারও সৃষ্টি করে। এই সময়ের স্যাঁত সেঁতে আবহাওয়াতে যেন ব্যাকটেরিয়া ভাইরাস জেগে ওঠে। পোকামাকড়ের প্রজনন

সময়ও এটি। এছাড়াও আরো নানান সমস্যা বয়ে আনে বর্ষাকাল। বর্ষাকালে বাড়ি-ঘর স্যাঁতসেঁতে, ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘরও সংক্রমণ মুক্ত রাখা খুব জরুরি। তাই চলুন জেনে নেয়া যাক কীভাবে বর্ষাকালে আপনার বাড়ির দেয়াল স্যাঁতসেঁতে ভাব বা ছত্রাক বা ফাঙ্গাস থেকে দূরে রাখবেন- ঘরে

সূর্যের আলো প্রবেশ করতে দিন। বাড়ির দরজা, জানালা যতদুর সম্ভব খোলা রাখুন।সপ্তাহে অন্তত একদিন রান্নাঘর ভালো কী’টনা’শক দিয়ে পরিষ্কার করুন। লবঙ্গ এবং দারুচিনি পানিতে প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এই পানি ফুটিয়ে রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন। সবথেকে বেশি পানি ব্যবহৃত হয় এবং সূর্যের আলো সঠিকভাবে পৌঁছতে পারে না, এমন জায়গাগুলো শুকনো রাখার

চেষ্টা করুন। বাথরুমের টাইলসের ফাঁকে ফাঁকে ময়লা লেগে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করা অবশ্যই জরুরি স্যাঁতসেঁতে হয়ে খা’রা’প হয়ে যাওয়া দেয়াল ঠিক করতে, ফা’ট’লগুলোতে ওয়াটারপ্রুফ চুন ভরে দিন। এর ফলে আবার সেই জায়গা স্যাঁতসেঁতে হবে না। আলমারিতে ন্যাপথলিন রেখে দিন। সব ধরনের আর্দ্রতা থেকে দূরে রাখে এটি। কাপড়কেও ঠিক রাখে।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *