আঁচিল হচ্ছে ছোট রুক্ষ প্রবৃদ্ধি যা চামড়ার উপর অনেকটা ফুলকপির মত বৃদ্ধি অথবা কঠিন ফোস্কার মত দেখায় । এটা সাধারণত মানুষের





হাতে বা পায়ে অথবা শরীরের অন্যান্য স্থানে দেখা দেয় । মানবদেহে ১০ রকমের আঁচিল বা ফুসকুড়ি হতে পারে, এর মধ্যে বেশিরভাগ গুলোকেই নিরীহ বলে মনে করা হয় পান খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। পান খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারী, তবে অতিরিক্ত পান





খাওয়া ক্ষতিকর। জানলে অবাক হবেন, পান শুধু শারীরিক নানান রোগই সারায় না, ত্বকের অনেক সমস্যার সমাধানও দেয়। ত্বকে অনেকেরই আঁচিল হয়ে থাকে। যা দেখতে বেশ বিচ্ছিরি দেখায়। এর কারণে সৌন্দর্য প্রকাশেও ব্যাঘাত ঘটে। অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করে থাকেন





এর থেকে রক্ষা পেতে। তবে পান পাতাতেই যে এর থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব তা অনেকেই জানেন না। চলুন তবে আঁচিল থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পান কীভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিটি জেনে নেয়া যাক-শরীরে যে কোনো স্থানে আঁচিল হলে তা পরিষ্কার করে





ধুয়ে নিন। এবার একটি পান সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এর রস ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিন। এবার পানের এই রস আঁচিলের উপর কয়েক দিন লাগান। এতে ধীরে ধীরে খসে পড়বে আঁচিল এবং ওই জায়গায় আর কখনোই আঁচিল হবে না।









