সাদা রঙের জামা-কাপড়ে লেগে থাকা জেদী দাগ তোলার সহজ উপায়
Image: google

সাদা রঙের জামা-কাপড়ে লেগে থাকা জেদী দাগ তোলার সহজ উপায়!

সাদা রঙের জামা পরতে সাধারণত সবাই ভালোবাসেন। বিশেষ করে গরমকালে সাদা রঙের জামা পরা আরামদায়ক। তবে, সাদা রঙের জামা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই বলে কি নিজের প্রিয় সাদা জামাটা পরবেন না? আজ আপনাদের এই প্রতিবদনে জানাবো কিভাবে সাদা

জামায় লাগা দাগ বা ময়লা তুলবেন। ১] লেবুর রস : দুই কাপ লেবুর রসের সাথে এক কাপ নুন মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণে দাগ লাগা জামা ১০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে দিলেই দেখবেন সব দাগ চলে গেছে। সরাসরি লেবুর রস দিয়ে জামা ধুয়ে সূর্যের রোদে মেলে দিলে সব দাগ উঠে যায়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড যে কোনো দাগ-ময়লাকে তুলে ফেলতে সাহায্য করে।ওয়াশিং মেশিনের মাধ্যমে যদি সাদা

জামাকাপড় ধোয়া হয় তাহলে সাবানের সাথে অবশ্যই লেবুর রস নিতে ভুলবেন না। খুব ভালো পরিষ্কার হবে।কাপড়ে ডিটারজেন্ট দেওয়ার আগে যে জায়গায় দাগ লেগেছে সেখানে লেবুর রস দিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে নিলেই সব দাগ চলে যাবে। হালকা গরম জল নিয়ে তার মধ্যে কিছু শ্যাম্পু ও লেবুর রস মিশিয়ে কাপড় প্রায় ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে ধুয়ে নিলে রোদে মেলে দিলেই কাপড় সম্পূর্ণ

ঝকঝকে দেখাবে। ২] ভাতের মাড় : সাদা জামাকাপড় উজ্জ্বল ও করকরে রাখার জন্য ভাতের মাড় দারুন একটা উপাদান। গরম জলের মধ্যে ভাতের মাড় নিয়ে নিতে হবে। তাতে সাদা কাপড় ভিজিয়ে নিয়ে কড়া রোদে মেলে দিলেই দারুন সুন্দর হয়ে যাবে। এছাড়া বাজার থেকেও মাড় কিনে ব্যবহার করতে পারেন। ৩] বেকিং পাউডার : এক বালতি জলে পরিমান মতো বেকিং পাউডার গুলে নিতে হবে। সাদা জামাকাপড় ৩০

মিনিট মতো ভিজিয়ে তারপর রোদে শুকাতে দিন। দেখবেন সাদা জামা ঝকঝক করছে। আবার এক বালতি কুসুম গরম জলে ১ চামচ ডিটারজেন্ট নিয়ে ধুয়ে ফেলুন। তারপরে কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে আবার জলে ধুয়ে দিন। দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ৪] ডিটারজেন্ট : সরাসরি ডিটারজেন্ট কাপড়ে কখনোই দেবেন না। বেশি দাগ হলে বেশি ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। তবে অতি অবশ্যই

মনে রাখতে হবে কাপড়ের ধরণ বুঝে দিতে হবে এবং দাগের উপরেই এই ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। ৫] হোয়াইট ভিনিগার : এক বালতি জলে ৫০ মিলিলিটার হোয়াইট ভিনিগার মিশিয়ে তাতে সাদা কাপড় ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ভিনিগারের জল ঝরিয়ে রোদে শুকাতে দিতে হবে। ভিনিগারে ভেজানো কাপড় আলাদা করে আর জলে ধোয়ার দরকার নেই। সরাসরি রোদে শুকালেই পরিষ্কার হয়ে যাবে। ৬] রিমুভার : যদি সাদা জামাকাপড়ে নেইলপলিশ, লিপস্টিক, বা অন্য কোন কসমেটিক্স এর দাগ লেগে যায় তাহলে রিমুভার ব্যবহার

করবেন। কারণ রিমুভার ব্যবহার করলেই এই ধরণের যে কোনো দাগ সম্পূর্ণভাবে চলে যাবে। ৭] ব্লিচিং পাউডার : বাড়ির নোংরা পরিষ্কার করতেই নয় জামাকাপড় পরিষ্কার করতেও ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। এক বালতি জলে ১ টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে কাপড় ১৫ মিনিট ভিজিয়ে রাখবেন। কাপড়টি তুলে তার উপর প্রয়োজন মতো ব্লিচিং পাউডার ভালো করে ছিটিয়ে মেখে নিন। ১০ মিনিট মাখিয়ে রাখার পর জলে কাপড় ধুয়ে ফেলুন। দেখবেন সাদা জামাকাপড় পুরো ধবধবে হয়ে গেছে। ৮] গরম পানি :

জামাকাপড় কাঁচার সময় গরম জল সব থেকে বেশি কার্যকরী। প্রথমে গরম জলে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে জলে ডিটারজেন্ট ও ১ চামচ হোয়াইট ভিনিগার গুলে নিতে হবে। ১৫ মিনিট ভিজিয়ে রেখে জলে ধুয়ে ফেললেই দারুন সুন্দর সাদা হয়ে যাবে। ৯] আলুর রস :
আলুর রস ভেজানো জলে জামা বা সরাসরি আলুর রস যে কোনো ময়লা জামাকাপড়ের উপরে ছড়িয়ে দিলেই সম্পূর্ণ ভাবে পরিষ্কার হয়ে যাবে। ১০] বেকিং সোডা : ১ চামচ বেকিং সোডা ও সামান্য পরিমানে জল মিশিয়ে নিতে হবে। সাদা জামাকাপড়ের উপরে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। শুধু জলে ধুয়ে রোদে শুকালেই নতুনের উজ্জ্বলতা ফিরে আসবে। তবে সম্পূর্ণ কাপড়ে যদি একই উজ্জ্বলতা চান আহলে বেকিং

সোডার পেস্ট পুরো কাপড়ে লাগিয়ে নিন। বিশেষ কিছু কথা : সাদা কাপড় সবসময় আলাদা ধোওয়ার চেষ্টা করবেন। অনেক সময় অন্য কাপড়ের দাগ কিন্তু লেগে যায়। প্রতিবার ব্যবহার করার পরে সাদা জামাকাপড় ধুয়ে নেওয়ার আগে একবার খোলা বাতাসে রোদে শুকিয়ে নিলে ভালো হয়। ওয়াশিং মেশিনে ধুতে হলে দুবার যে কোনো সাদা কাপড় ধোবেন তাতে সব থেকে ভালো পরিষ্কার হবে।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *