সন্তানের আধার কার্ড যেভাবে সহজে করাবেন
Image: google

সন্তানের আধার কার্ড যেভাবে সহজে করাবেন, রইল পদ্ধতি স্টেপ বাই স্টেপ..

গোটা ভারতেই বাধ্যতামূলক করা হয়েছে আধার। প্রসঙ্গত, আধার কার্ডে এনরোল করা খুবই সহজ। ১২ সংখ্যার আধার নম্বর, যা আপনার নাগরিকত্বের প্রমাণপত্র। যা UIDAI(Unique Identification Authority of India) কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত। UIDAI বায়োমেট্রিক

এবং জনসংখ্যাতাত্ত্বিক তথ্য তাদের ডাটাবেসে মজুত রেখেছে। গোটা ভারতেই বাধ্যতামূলক করা হয়েছে আধার। প্রসঙ্গত, আধার কার্ডে এনরোল করা খুবই সহজ। আপনার সন্তানের আধার কার্ড এনরোল করবেন কীভাবে? ১) ৫ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য, বাবা-মা বা

অভিভাবকের একজনকে সন্তানের পক্ষে প্রমাণের পরিচয় পত্র জমা করতে হবে। তালিকাভুক্ত ফর্মটিতে স্বাক্ষর করে সম্মতি দিতে হবে। ২) ৫ থেকে ১৮ বছর বয়সের ছেলে মেয়ের জন্য একইভাবে নির্দিষ্ট তালিকাভুক্ত ফর্মে স্বাক্ষর করতে হবে। এক্ষেত্রে জন্মের শংসাপত্র দিলেই চলবে।

এছাড়া যদি সন্তানের পরিচয় পত্র এবং স্কুল আইডি কার্ডের বাড়ির ঠিকানার উল্লেখ থাকে, তাহলে তা নথির প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ৩) এছাড়া বাবা-মায়ের আধার নম্বর নথিভুক্ত করতে হবে। তবে আপনার সন্তান যদি এনআরআই হয়, তবে বৈধ ভারতীয় পাসপোর্ট

বাধ্যতামূলকভাবে পরিচয়ের প্রমাণ হিসাবে জমা করতে হবে। ৪) ৫ বছরের কম বয়সীদের জন্য কোনও বায়োমেট্রিক নেই। তাদের ইউআইডি
জনসংখ্যার তথ্য এবং তাদের বাবা মায়ের ইউআইডির সঙ্গে যুক্ত ফেসিয়াল ফটোগ্রাফ লিঙ্কড করতে হবে। এই বাচ্চাদের যখন বয়স পাঁচের

বেশি হয়ে তখন তাদের দশটি আঙুল, আইরিস এবং ফেসিয়াল ফটোগ্রাফের বায়োমেট্রিক আপডেট করতে হবে। এখন প্রশ্ন কোথা থেকে এনরোল করতে পারবেন? আধার এনরোলমেন্ট বা আপডেট কেন্দ্রে যেতে হবে। সেখানে আপডেট পিছু খরচ ২৫ টাকা। এছাড়া আধার ধারকের

শুধুমাত্র ঠিকানা অনলাইনে সংশোধন / আপডেট করা যাবে। কোনোরকম বায়োমেট্রিক বা অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক তথ্য যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পর্ক, মোবাইল নম্বর এবং ইমেল আপডেট করতে নিকটবর্তী এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে যেতে হবে।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *