ঘরে বসে এই পদ্ধতিতে করুন চুল কালার
Image: google

ঘরে বসে এই পদ্ধতিতে করুন চুল কালার! যেভাবে করবেন.. রইলো বেস্ট ৫টি কালার প্যাক!

আপনার চুলে রং খারাপ হয়ে যাচ্ছে? আপনার কি চুলে রং করানোর প্রয়োজন? তাহলে আপনার জন্য এই প্রতিবেদন। সবকিছুর মতো এই চুলেরও চর্চা দরকার ।ঘন কালো রেশমি চুল আমাদের সবার আকাঙ্ক্ষার জিনিস। তবে আজকাল শুধু কালো রঙ নয় অন্যান্য রঙ ব্যবহার

করা হয় চুলকে সুন্দর করে তোলার জন্য। তবে আপনি কি জানেন আপনি আপনার চুল বাড়িতেই রং করতে পারেন। পার্লারে না গিয়ে বাড়িতে চুল রং করতে হলে কিছু বিশেষ টিপস আপনাকে মাথায় রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক সেসব গুরুত্বপূর্ণ বিষয় কি কি- ১.চুল রং করার আগে চুল ভালো করে ধুয়ে নিন। সাধারণত 24 থেকে 48 ঘণ্টা আগে চুলটি ধুয়ে নেবেন,যাতে কোন ময়লা না থাকে। তাহলে আপনার

কালারটি সুন্দর হবে এবং আপনার স্ক্যাল্প অর্থাৎ চুলের গোড়া পরিষ্কার হয়ে যাবে ফলে রং দীর্ঘস্থায়ী হবে। ২. আপনার চুলের জন্য কোন রংটি সঠিক সেটা ভালোমতো বাছাই করে নিন। কারণ চুলের রঙ সঠিক না হলে, দেখতে ভালো লাগে না। আমাদের দেশে ব্রাউন এর বিভিন্ন শেড ব্যবহার করা হয়। এমনকি কালো রংটা অনেকেই করায় তাই বলে ব্লন্ডি কালার করালে সবাইকে মানাবে না। ৩. চুল রং করার আগে চিরুনি

দিয়ে ভালো করে চুল আঁ-চ-ড়ে নিন। নইলে আপনার চুলে যদি কোন জট থেকে যায় তাহলে কালার ভালো করে হবে না । কোথাও কম কোথাও বেশি রং হয়ে যাবে তখন বিশ্রী একটা কালারিং দেখা যাবে। ৪. সাধারণত কালার প্যাকেটে দুটো করে শ্যাসে দেওয়া থাকে। একটি কালার ও অন্যটি ডেভেলপার । আপনার প্যাকেটে তাওয়া নির্দেশ মতো দুটি উপাদান মিক্স করবেন আপনার কালার ব্রাশ দিয়ে। ৫. এতসব

পরেও যে কাজটি বাকি থেকে যায়,সেটা হচ্ছে চুলে রং করা। চুলে রং করার জন্য তার আগে গলায় কাঁধে একটি কাপড় জ-ড়ি-য়ে নিন যাতে আপনার শরীর ঢেকে যায়।তারপর কপালে,গলার পিছনে ভেসলিন লাগিয়ে নিন, নাহলে আপনার ত্বকে রং লেগে যাবে। এরপর কপাল থেকে চুলের লাইনিং বরাবর রং করতে শুরু করুন। রং করার সময় নিজের মাথার কয়েকটি অংশ কল্পনা করে নিন এবং সেই অংশগুলোতে এক এক

করে রং লাগাতে থাকুন। ৬. কালার করার পর প্যাকেটে লেখা ইন্সট্রাকশন অনুযায়ী চুল শুকোতে দিন। যদি কিছু লেখা না থাকে তাহলে অন্তত 25 মিনিট শাওয়ার ক্যাপ মাথায় লাগিয়ে রাখুন এতে আপনার চুলে সব জায়গায় ঠিকঠাক রং হয়ে যাবে। ৭. এরপর ঈষৎ উষ্ণ জলে আপনার

মাথা ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন যেন ভালো করে ধোয়া হয়। যদি অতিরিক্ত রং থেকে যায় তাহলে আপনার চুলে খুশ-কির স-ম-স্যা হতে পারে। ভালো করে ধুয়ে নেওয়ার পর কন্ডিশনার ব্যবহার করুন।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *