গরমে হিমশীতল বাতাস দেবে হাতে তৈরি ‘এয়ার কুলার’

গরমে হিমশীতল বাতাস দেবে হাতে তৈরি ‘এয়ার কুলার’- প্রচন্ড গরমে প্রা’ণ অতিষ্ট। সারাদিন ব্যস্ততার পর রাতে একটু শান্তিতে সবাই ঘুমাতে চান। কিন্তু গরমের য’ন্ত্রণায় শান্তিমত ঘুমানো বেশ ক’ঠিন। সকলের বাড়িতে এসি নেই যে

এসির শীতলতায় একটু ঘুমানো যাবে। আবার এসি কেনার সামর্থ্যও সকলের থাকে না। তাহলে উপায়? উপায় একটি রয়েছে। একদম ঘরে থাকা উপাদান দিয়ে পেয়ে যেতে পারেন শীতল ঠান্ডা বাতাস। কীভাবে? ছোট একটি ভিডিওতে দেখে নিন এসি তৈরির প্রণালীটি। যা যা লাগবে: দুটি মাঝারি আকৃতির প্লাস্টিকের বোতল, কাটার, চিকন তার, টেবিল ফ্যান, বরফের টুকরো। যেভাবে তৈরি করবেন: ১। প্রথমে

বোতলের পিছনের অংশটুকু কাটার দিয়ে কিছুটা গোল করে কে’টে নিন। সম্পূর্ণভাবে বোতল থেকে আলা’দা করে ফেলবেন না।বোতলের সাথে যেন কিছুটা লে’গে থাকে। ২। এবার বোতলের শেষ থেকে মাঝ অংশ ফুটো করুন (ভিডিও অনুযায়ী)। দুটি বোতলেই একইভাবে গোল করে ফুটো করুন।৩। বোতলের ফুটোর ভেতর তার ঢুকিয়ে টেবিল ফ্যানের সাথে লা’গিয়ে নিন। টেবিল ফ্যানের পিছনের

দিকে একপাশে একটি বোতল আরেকপাশে আরেকটি বোতল তার দিয়ে লা’গান। ৪। বাড়তি তারটুকু প্লাস দিয়ে কে’টে ফেলুন। ৫। এখন বোতলদুটিতে বরফের কুচি দিয়ে দিন। বরফের কুচি দিয়ে স’ম্পূর্ণ বোতল ভরে ফেলুন। ৬। এবার ফ্যানটি ছাড়ুন আর পেয়ে যান হিম শীতল ঠান্ডা বাতাস।

About Susmita Roy

Check Also

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি জেনে নিন

আধার কার্ড ভারতে একটি অপরিহার্য নথি যা অনেক সরকারী এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *