সজিনা পাতা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর সুপার ফুড
Image: google

সজিনা পাতা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর সুপার ফুড!

সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিশন্স সুপার ফুড এবং সজিনা গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। ঔষধি গুণসমৃদ্ধ সজনে ডাঁটার কথা আমরা সবাই জানি। শুধুমাত্র সজনে ডাঁটাই

নয়, এই গাছের বিভিন্ন উপাদান যেমন ফুল, পাতা, ফল, বীজ সব কিছুরই গুণাগুণ রয়েছে। বিভিন্ন তরকারি, স্যুপ এবং সামবার ডাল, আচার তৈরিতে সজনে ডাঁটা ব্যবহার করা হয়। নিজেকে সুন্দর দেখাক কে না চায়। নিজে সুন্দর থাকতে কত কিছুই তো করে থাকি আমরা। তবে আদিকাল থেকেই রুপচর্চার জন্য সবচেয়ে ভালো হচ্ছে প্রাকৃতিক উপাদান।যে কোনো প্রাকৃতিক উপাদান ত্বকের

কোনো ক্ষতি করে না।সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে কমবেশি সবার জানা থাকলেও এই পাতা যে রুপচর্চায় কাজে লাগে তা অনেকের জানা নেই।নারী-পুরুষ সবারই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বয়সের ছাপ পড়ে। মুখে বয়সের ছাপ তাড়াতে খুব ভালো কাজ করে সজনে
পাতা।আসুন জেনে নেই ত্বকে যেভাবে সজনে পাতা ব্যবহার করবেন? সজনে পাতার ব্যবহার রোদে শুকানো সজনে পাতা ভালো করে

গুঁড়া করে নিন, এরপর আধা টেবিল চামচ সজনে গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মেশান। ১ টেবিল চামচ গোলাপজল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন। এবার মিশ্রণ গুলো দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে

ফেলুন।যেসবউপকার পাবেনঃ ১. ত্বক ভেতর থেকে পরিষ্কার করে বলিরেখা দূর করে।২. ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে।৩. ত্বকের কালচে ছোপ দূর করে।৪. ব্রণ দূর করে।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *