সস্তায় চিকিৎসার জন্য ভেলোরে যাবেন যেভাবে, থাকবেন যেখানে
Image: google

সস্তায় চিকিৎসার জন্য ভেলোরে যাবেন যেভাবে, থাকবেন যেখানে… বিস্তারিত খুঁটিনাটি

চিকিৎসার জন্য এখন বাংলা থেকে অনেকেই পাড়ি দেন দক্ষিণ ভারতে৷ এক্ষেত্রে সবচেয়ে পরিচিত নাম হল ভেলোরের সিএমসি হাসপাতাল (ক্রিস্টান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল)। খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান৷ ফলে দেখা যায় এখানে

হাসপাতালে জটিল অপারেশন করতে যে খরচ হয়, তা দিয়ে ভেলোরে যাওয়া আসা থাকা-খাওয়া এবং চিকিৎসার কাজ পুরোটা সেরে ফেলা যাবে। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাডুতে অবস্থিত ভেলোর শহরটি৷রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ভেলোর ১৩৩ কিলোমিটার দূরে। তবে আর

দেরি কেন চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত সব খুঁটিনাটি- যাবেন কেমন করে? সরাসরি বিমানে কলকাতা থেকে চেন্নাই পৌঁছে যেতে পারেন। অথবা কলকাতা থেকে ট্রেন চড়ে পৌছে যান চেন্নাই ৷চেন্নাই থেকে ভেলোর যাওয়ার জন্য সাধারণ মানের পাশাপাশি ভলবো বাসও

রয়েছে ৷ বাস ছাড়াও চেন্নাই বিমানবন্দর এবং রেল স্টেশন থেকে ভেলোর যাওয়ার জন্য প্রি-পেড ট্যাক্সির ব্যবস্থাও আছে৷ ভেলোরের নিকটবর্তী স্টেশন হল কাটপাটি সেখানে নেমে সরাসরি অটোয় চড়ে পৌছে যাবেন সিএমসি হাসপাতাল৷ চেন্নাই থেকে কাটপাটি স্টেশনের দূরত্ব ১০৮

কিলোমিটার ট্রেনে সময় নেমে প্রায় আড়াই ঘন্টা৷চেন্নাই থেকে বাসে ভেলোর পৌছেতে সময় লাগে সাড়ে তিন ঘন্টা এবং ট্যাক্সিতে ঘন্টা তিনেক৷ থাকা খাওয়ার ব্যবস্থা ভেলোর পৌছলে সিএমসির আশপাশে রয়েছে অসংখ্য হোটেল ও লজ । লজগুলোতে নিজে রান্না করে থাকারও সুবিধা

আছে এবং সেগুলির ভাড়াও তুলনায় কম।এখানকার হোটেলে যখনই আসুক না কেন চেক আউটের সময় ২৪ ঘন্টা ৷ হাসপাতাল অঞ্চলে এমন অনেক হোটেলইপাবেন যেখানে একেবারে বাঙালির ভাত ডাল মাছের ঝোলও মিলবে৷ বাংলায় কথা বলতে পারবেন ঠিকই তবে হিন্দি অথবা ইংরেজিতে কথা বলতে না জানলে অ্যাটেনডেন্ট হিসেবে হিন্দি বা ইংরেজিতে কথা বলতে পারে এমন কাউকে সঙ্গে নিয়ে যাবেন।

Check Also

এবার ওড়িশায় মিলল বিপুল পরিমাণে সোনার ভাণ্ডার!

এবার ওড়িশায় মিলল বিপুল পরিমাণে সোনার ভাণ্ডার!

ইতিমধ্যেই দেশের জম্মু ও কাশ্মীরে বিপুলহারে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে। তবে, এবার আরও একটি বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *