বর্তমানে শি’শুরা হয়ে প’ড়েছে ঘরব’ন্দি। অনেক শি’শুই এ সময় প্রযু’ক্তিনির্ভর হয়ে পড়েছে। অবসর সময়ে স্মা’র্টফোনে চোখ রেখেই কাটছে শি’শুর দিন-রাত। এ ছাড়াও অনলাইন ক্লাসের কারণে স্মা’র্টফোন এখন সব শি’শুই ব্যবহার করছে।এসব কারণেই শি’শুদের এখন স্মা’র্টফোন





থেকে দূরে রাখা দায় হয়ে প’ড়েছে। এর থেকে মু’ক্তির উপায় কী? এজন্য অবশ্যই অভিভাবকদের মানতে হবে কয়েকটি বি’ষয়-অনেক অভিভাবক মনে করেন, শি’শুরা স্মা’র্টফোন ব্যবহার ক’রতেই পারে; তবে সীমিত সময়ের জন্য।বাচ্চাদের শিখিয়ে দিতে হবে, ফোন সংক্রা’ন্ত





বা কোনো ধরনের পাসওয়ার্ড শেয়ার করা উচিত হবে না। তাদের বলে দিতে হবে,পাসওয়ার্ড থাকলে ফোন ও তথ্য সুরক্ষিত থাকবে। প্রয়োজনে বাবা-মাকে হস্তক্ষেপ ক’রতে হবে। দে’খতে হবে কী শেয়ার করছে তারা।আজকাল বেশিরভাগ মানুষেরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকসেস থাকে। সে ক্ষেত্রে তাদের ফ্রেন্ডলিস্ট, পোস্ট ও পার্সোনাল ইনফো, কী কী তারা শেয়ার করছে;সে দিকে নজর রাখলে ভালো।স্কুল, স্কুলের ঠিকানা,





বাড়ির ঠিকানা, ফোন নম্বর বা এ ধ’রনের কোনো রকম ব্য’ক্তিগত ত’থ্য অনলাইনে শেয়ার না করাই ভালো। অনেক অভিভাবকেরই অ’ভিযোগ থাকে, স’ন্তান ফোনে ব্যস্ত হয়ে পড়ালেখা ব’ন্ধ করে দেয়। অনেকের আবার ফোনের নে’শাও হয়ে যায়। তাই ফোন ব্যবহারের





জন্য একটা নির্দিষ্ট সময় বের করে দিতে হবে। অনলাইনে কিছু শেয়ার করার ক্ষেত্রে বাড়তি সত’র্কতা নিতে হবে। অচেনা কারও স’ঙ্গে ফোন নম্বর বা ব্য’ক্তিগত কোনো ত’থ্য শেয়ার যাতে না করে, এজন্য শি’শুকে প’রামর্শ দিন।









