বাড়িতে তুলসী গাছের পাশে এই ৫ জিনিস রাখলেই বিপদ!

হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য। তুলসী পাতা না-থাকলে বিষ্ণু পুজো সম্পন্ন হয় না। আবার এই গাছে স্বয়ং লক্ষ্মীর বাস। তাই বিভিন্ন ব্রত, উৎসব, শুভ অনুষ্ঠানে তুলসীর পুজো করা হয়ে থাকে। তুলসীর পুজো করলে জীবনে ইতিবাচক

শক্তির প্রসার ঘটে। পাশাপাশি জীবনে সুখ-সমৃদ্ধি দেখা দেয়। বাড়িতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মেনে রাখা উচিত। বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশপাশে ৫টি জিনিস ভুলেও রাখতে নেই। কোন পাঁচটি বস্তুর কথা বলা হচ্ছে জেনে নেওয়া যাক।
1. চটি-জুতো- বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী চারার পাশে কখনও চটি-জুতো রাখতে নেই। মনে করা হয় যেহেতু তুলসী লক্ষ্মীর বিশেষ প্রিয়। তাই

এর ফলে তুলসীর পাশাপাশি লক্ষ্মীর অপমান করা হয়। এই একটি ভুলের কারণে লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন। তুলসী চারার পাশে পরিষ্কার-পরিচ্ছন্নত বজায় রাখা জরুরি।
2. ঝাঁটা- তুলসী বিষ্ণুর প্রিয়। তাই নিয়মিত তুলসী গাছের পুজো করা হয়। বাস্তু শাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনও ঝাঁটা রাখতে নেই। কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী– উভয়ে অপমানিত হন। আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে ব্যক্তি কাঙাল পর্যন্ত হতে পারে। আপনাদের এমন

স্বভাব থাকলে, আজই নিজের ভুল শুধরে নিন।
3. শিবলিঙ্গ- তুলসী গাছে কখনও শিবলিঙ্গ রাখতে নেই। পৌরাণিক কাহিনি অনুযায়ী পূর্বজন্মে তুলসীর নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরের বধ করেছিলেন স্বয়ং শিব। তাই শিবকে কখনও তুলসীর সঙ্গে রাখতে নেই। এমনকি শিব পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ।
4. কাঁটা গাছ- অনেকে বাড়িতে কাঁটা গাছ রাখেন এবং তার সঙ্গে তুলসী গাছও রেখে দেন। কিন্তু বাস্তু শাস্ত্র বলছে এমন কখনও করতে নেই।

শাস্ত্র মতে কাঁটা গাছ ও তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফলাফল লাভ করা যায়। কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গেও তুলসী গাছ রাখবেন না। এই গাছ এক সঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ, ঝগড়া বাঁধতে পারে। পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি গড়ে উঠতে পারে।
5. ডাস্টবিন- হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয়। তাই এর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া

উচিত। আবার তুলসী গাছের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। পাশাপাশি পরিবারে দারিদ্র্য দেখা যায়।
ডিসক্লেইমার: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

About Susmita Roy

Check Also

নারীর মন জয় করার দুর্দান্ত কৌশল!

নারীর মন জয় করার দুর্দান্ত কৌশল!

নারীদের মন বোঝা ভীষণ কঠিন। কিসে তাদের খুশি আর কিসে তাদের কষ্ট, এইটাই ঠিকঠাক বুঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *