চলতি সপ্তাহেই রাজ্যসভায় পাস হয়েছে নির্বাচনী সংশোধনী আইন। এই আইনের অধীনে নির্বাচনী তথ্য আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে। রাজ্যসভায় এই বিল পাস করেছেন আইন মন্ত্রী কিরেন রিজেজু।





এই বিলে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার আবেদনকারীর কাছে 12 ডিজিটের আধার নম্বর চেয়ে তা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাবে। এছাড়াও ইতিমধ্যেই যে সব নাগরিকদের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁদের কাছে আধার নম্বর চাইতে পারেন অফিসার। তালিকায় একই নাম একাধিকবার থাকার মতো ভুল এড়াতেই এই কাজ শুরু হতে পারে। তবে আইনে জানানো হয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের





সংযুক্তিকরণ সম্পূর্ণভাবে ঐচ্ছিক। তাই এখনই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হচ্ছে না। আপনি যদি নিজের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে চান তবে SMS, ফোন কল ও ইন্টারনেট ব্যবহার করে সেই কাজ করা যাবে। দেখে নিন সেই উপায়…1. ফোনে SMS অ্যাপ ওপেন করুন 2. এবার নতুন মেসেজ ওপেন করে ভোটার





ID নম্বর আধার নম্বর টাইপ করুন 3. পাঠিয়ে দিন 51969 অথবা 166 নম্বরে ফোন কলের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার উপায় ফোন থেকে 1950 নম্বর ডায়াল করুন। সপ্তাহের দিনে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। এর পরে IVR এর নির্দেশ মেনে আধার নম্বর ও ভোটার কার্ড নম্বরের মাধ্যমে সংযুক্তিকরণ শেষ করুন যে কোনও ব্রাউজার ওপেন করে ভোটার





পোর্টাল ওপেন করুন (https://voterportal.eci.gov.in) ইমেল, ফোন নম্বর অথবা ভোটার ID নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। নতুন ইউজার হলে পাসওয়ার্ড তৈরি করার সুযোগ পাবেন লগ ইন করার পরে নিজের রাজ্য ও জেলা দিয়ে দিন। এর পরে নিজের নাম, বাবার নামের মতো ব্যক্তিগত তথ্য দিন এবার সরকারের ডেটাবেস থেকে আপনার নাম খুঁজে বার করুন এবার Feed Aadhaar Number অপশন





সিলেক্ট করুন। স্ক্রিনের বাঁ দিকে এই অপশন দেখতে পাবেন এবার আপনার আধার নম্বর, ভোটার ID নম্বর, রেজিস্টার্ড ইমেল ও রেজিস্টার্ড ফোন নম্বর দিয়ে দিন এবার Submit সিলেক্ট করুন









