যেসব লক্ষণে বুঝবেন আপনার লিভার খারাপ হতে চলেছে
Image: google

যেসব লক্ষণে বুঝবেন আপনার লিভার খারাপ হতে চলেছে!

কী করে বুঝবেন আপনার লিভার ঠিক মতো কাজ করছে কিনা বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? তবে কিছু লক্ষণ আছে, যা শরীরেই ফুটে উঠবে। তা

দেখে বুঝে নিতে পারবেন আপনার লিভার অসুস্থ হচ্ছে কিনা!এবার লিভার নষ্টের লক্ষণগুলো জেনে নিন… যদি হঠাৎ করেই খাওয়া-দাওয়ায় অনীহা তৈরি হয়, যদি দেখেন খাবার খেতে ইচ্ছেই করছে না, তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না। কারণ, এটি লিভার সমস্যার লক্ষণ হতে

পারে। অবিলম্বে চিকিত্সকের কাছে যান। পাঁজরের একটু নীচে, পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান। এটি যকৃৎ বা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। কিছু খেলেই বমি পাচ্ছে? সারাক্ষণ বমি বমি ভাব? এটিও লিভারের সমস্যার কারণে হতে পারে। ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে

কিনা, চিকিত্সকের পরামর্শ মতো পরীক্ষা করিয়ে দেখুন। মল ও মূত্রের রং যদি হঠাৎ করে পাল্টাতে থাকে, তাহলে এখনই সাবধান হওয়া উচিত। আপনার লিভারের কোন সমস্যা থেকে এরকম হতে পারে। আবার লিভারের কার্যক্ষমতা কমে গেলে হজমে সমস্যা দেখা দেয়। অবহেলা

না করে অবিলম্বে চিকিত্সকের কাছে যান। যদি আচমকা আপনার চোখের সাদা অংশের রং, গায়ের চামড়া হলুদ হতে শুরু করে, তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না। কারণ, এটি জন্ডিসের লক্ষণ। জন্ডিস কিন্তু লিভারের একটি রোগ। হঠাৎ করেই যদি আপনার গায়ের চামড়া

কোন জায়গায় খুব শুষ্ক হয়ে যায়, খোসা খোসা উঠতে থাকে, তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না। এটি কিন্তু লিভার সমস্যার অন্যতম লক্ষণ।

Check Also

শরীরে প্রচুর বিষ জমলে যে ৮টি লক্ষণ দেখা দেয়

শরীরে প্রচুর বিষ জমলে যে ৮টি লক্ষণ দেখা দেয়!

বিশেষজ্ঞরা বলছেন, আমা’দের শরীরে রোজ ক্ষ’তিকারক বি’ষ প্রবেশ করছে, অবাধে। কখনও আম’রা অজান্তেই তা শরীরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *