এখন ঘরে বসেই বানিয়ে ফেলুন প্যান কার্ড
Image: google

এখন ঘরে বসেই বানিয়ে ফেলুন প্যান কার্ড, জেনে নিন সহজ পদ্ধতি

বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে প্যান কার্ডকে গুরুত্ব দেওয়া হয়। চলতি বছরের বাজেট ঘোষণার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বর্তমানে যেকোনো ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে প্যান কার্ডকে গুরুত্ব দেওয়া হবে। তাই ডিজিটাল

ব্যবসার ক্ষেত্রে এটি একমাত্র পরিচয়পত্র হওয়ায় যাদের কাছে প্যান কার্ড নেই তারা অতি শীঘ্রই প্যান কার্ড তৈরি করে ফেলুন ঘরে বসে। প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করার পদ্ধতি- NSDL অফিশিয়াল ওয়েবসাইটে বা www.onlineservices.nsdl.com-এ গিয়ে উল্লিখিত

তথ্যগুলি দিয়ে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন- প্রথমে www.onlineservices.nsdl.com ওয়েবসাইটে গিয়ে যেকোনো একটি অ্যাপ্লিকেশন টাইপ বেছে নিন। ভারতীয় নাগরিকদের জন্য ‘নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন’ অপশন নির্বাচন করুন এবং বিদেশি নাগরিক হলে ‘নিউ প্যান ইন্ডিয়ান ফরেন সিটিজেন’ অপশন নির্বাচন করুন। এরপর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্য দিতে হবে। ক্যাপচা

কোড লিখে সাবমিট করুন। এরপর একটি টোকেন নম্বর জেনারেট হবে। এরপর একটি লিঙ্কে ক্লিক করে নতুন পেজে তিনটি অপশন আসবে KYC, e-Sign। এর মাধ্যমে ডিজিটাল সাবমিট করতে হবে। এরপর e-Sign-এর মাধ্যমে ছবি স্ক্যান ও ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ডকুমেন্ট সাবমিটের মধ্যে থেকে নিজের পছন্দ মতন একটি অপশন বেছে নিন। এরপর সমস্ত তথ্য পূরণ করে পরের পাতায় যেতে হবে। সেই পাতায়

অঞ্চলের কোড, AO টাইপ, রেঞ্জ কোড এবং AO নম্বর বসিয়ে পরের পাতায় যেতে হবে। সাবমিট করা তথ্যগুলি ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে বাকি তথ্যগুলি সাবমিট অপশনে ক্লিক করুন। অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করে আধার অথেনটিক প্রক্রিয়ার মাধ্যমে e-Sign করে

তথ্যগুলি সাবমিট করতে হবে। এছাড়া NSDL -এ সরাসরি উপস্থিত হয়ে জমা দিতে পারেন। এরপর NSDL-এর তরফে একটি মেইল করা হবে। প্যান কার্ড তৈরি করতে খরচ পড়বে ১১৫টাকা এবং সশরীরে উপস্থিত হয়ে জমা দিলে ১১০ টাকা।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *