বাজারে দ্রুত গতিতে ছেয়ে যাচ্ছে জাল নোটে ৷ অনেক সময় দেখা গিয়েছে অজান্তেই আমাদের হাতে জাল নোট এসে যায় ৷ এমনিতে আসল নোট ও নকল নোটের মধ্যে পার্থক্য চিহ্নিত করা প্রায় অসম্ভব ৷ ফলে অনেক সময়ই অনেকে বুঝতে পারেন না যে তাদের পকেটে থাকা ৫০০





টাকার নোট আসল না নকল ৷ তাই ৫০০ টাকার নোট থাকলে সাবধানতা অবলম্বন করে নোটটি যাচাই করে নেওয়ার পরমার্শ দেওয়া হয় ৷ বেশ কয়েকটি সহজ উপায়ে এবার আপনিও চিহ্নিত করতে পারবেন আপনার কাছে থাকা ৫০০ টাকার নোট রিয়েল না ফেক ৷





চলুন তবে এক নজরে দেখে নিন কীভাবে-





১. নোটটি লাইটের সামনে রাখলে ৫০০ লেখা স্পষ্ট দেখা গেলে সেটা আসল ৷
২. আসল ৫০০ টাকার নোটে দেবনগরীতে ৫০০ লেখা থাকবে ৷
৩. পুরনো নোটের তুলনায় মহাত্মা গান্ধির ছবির ওরিয়েন্টেশন ও পজিশন সামান্য আলাদা হবে ৷
৪. নোটটা হাল্কা মুড়লে সিকিউরিটি থ্রেডের রঙ সবুজ থেকে নীল হয়ে যাবে ৷





৫. পুরনো নোটের তুলনায় গ্যারেন্টি ক্লজ, প্রতিশ্রুতির বয়ান, গর্ভনারের স্বাক্ষর, আরবিআই এর লোগো ডান দিকে সরানো হয়েছে ৷
৬. আসল নোটে মহাত্মা গান্ধির ছবি ও ইলেক্ট্রোটাইপ ওয়াটারমার্ক রয়েছে ৷
৭. উপরের বাঁ দিকে এবং নীচের ডান দিকে লেখা নম্বর বাঁ থেকে ডান দিকে বড় হতে থাকে ৷
৮. ডান দিকে অশোক স্তম্ভ রয়েছে ৷ ডান দিকে সার্কেল বক্সে ৫০০ লেখা রয়েছে ৷





৯. নোটের পিছন দিকে নোট ছাপার বছর লেখা থাকবে ৷
১০. স্লোগানের সঙ্গে ‘স্বচ্ছ ভারত’ লেখা থাকবে ৷
১১. নোটের উল্টো দিকে লালকেল্লার ছবি থাকবে।









