মাত্র ৩ টাকা খরচ করে ১বার আপনার রান্নাঘরে এটা লাগান কখনো তেল চিটচিটে হবেনা
Image: google

মাত্র ৩ টাকা খরচ করে ১বার আপনার রান্নাঘরে এটা লাগান কখনো তেল চিটচিটে হবেনা

প্রত্যেকের বাড়িতেই রান্নাঘর পরিষ্কার করা কিন্তু একটি অত্যন্ত জটিল বিষয়। বেশিরভাগ ক্ষেত্রেই রান্না করার পরে রান্না ঘরের যা অবস্থা হয়ে থাকে তা ঠিকঠাক করতেই মহিলাদের হয়তো অনেকটাই সময় চলে যায়। তারপর ক্রমাগত ধোয়া এবং তেল মশলার কারণে রান্নাঘরের দেওয়াল

হয়ে ওঠে তেল চিটচিটে। নানান ধরনের পরিষ্কার করার জিনিস ব্যবহার করলেও কিন্তু এই তেল চিটচিটে ভাব সাধারণত দূর করা যায় না। তাই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি পদ্ধতি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব যেখানে মাত্র সামান্য কিছু টাকা খরচ করলেই আপনার রান্নাঘরের দেওয়াল সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আর কোনদিন তেল চিটচিটে হবে না। কিন্তু কিভাবে? এটি

পরিষ্কার করার বিশেষ কিছু উপায় রয়েছে আসুন জেনে নেওয়া যাক। রান্নাঘরের তেল চিটচিটে দেওয়াল পরিষ্কার করার জন্য আজকে আমরা যে পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করব সেটি অন্ততপক্ষে আপনাদের সপ্তাহে একদিন করতে হবে। এর জন্য একটি পাত্রের মধ্যে প্রথমেই কিছুটা পরিমাণ ভীম লিকুইড নিয়ে নিতে হবে। তারপর একেবারে সামান্য পরিমাণ জল, স্বল্প পরিমাণে ভিনিগার এবং বেকিং সোডা এই ভীম লিকুইড

এর মধ্যে মিশিয়ে নিন। এবার একটি সুতির কাপড় নিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিন। যখন সম্পূর্ণ মিশ্রণটির মধ্যে সুতির কাপড়টি ভালো করে ভিজে যাবে তখন রান্নাঘরের বিভিন্ন জায়গা যেমন সিঙ্ক, তাক দেওয়াল এবং মেঝে সব জায়গায় এই কাপড়টি দিয়ে ভালো করে ঘষে মুছে ফেলুন। চাইলে আপনারা সামান্য বেশি জল ব্যবহার করে এই সম্পূর্ণ মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ভরে নিতে

পারেন।। সেক্ষেত্রে রান্নাঘরের যেসব জায়গা সব থেকে বেশি তেল চিটচিটে হয়ে রয়েছে সেখানে এই স্প্রে বোতলের সাহায্যে মিশ্রণটি স্প্রে করে নিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন ধীরে ধীরে সমস্ত তেলচিটে ভাবে উঠে যাচ্ছে এবং পরিষ্কার হয়ে উঠছে আপনার রান্নাঘর।এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা যদি নিয়মিত রান্নাঘর পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আর আপনার রান্নাঘরের টাইলস কোনোদিন

অপরিষ্কার অবস্থায় থাকবে না। যদি আপনি রান্নাঘরের টাইলস ব্যবহার না করে থাকেন শুধুমাত্র সাধারণ দেওয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু সাধারণ জলের সাথে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে কিছুক্ষণ ভালো করে মুছলেই সমস্ত দাগ বা ছোপ উঠে যাবে। আমাদের এই প্রতিবেদনটি আপনার কতটা কাজে লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। এই ধরনের আরও দৈনন্দিন টিপস পাওয়ার জন্য আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে পারেন।।

Check Also

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

1. সহজেই ভালো-খারাপ ডিম চেনার উপায় : শহরের এই কাজের চাপে বারে বারে দোকানে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *