ভুঁড়ি বা পেট কমানোর দারুন কার্যকরী উপায়
Image: google

ভুঁড়ি বা পেট কমানোর দারুন কার্যকরী উপায়, মাত্র ৭ দিনেই ঝরিয়ে ফেলতে পারবেন মেদ!

কথাতে আছে স্বাস্থ্যই সম্পদ। কিন্তু এই সম্পদ সঠিকভাবে রাখার দায়িত্ব আমাদের । অর্থাৎ শরীর যাতে সুস্থ স্বাভাবিক এবং সবল থাকে সে বিষয়ে লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের। তার পাশাপাশি বিভিন্ন বাইরের খাবার দাবার থেকে বি-রত থাকা উচিত। আজকালকার যুগে ছেলেমেয়েরা

নিজের শরীরকে সুস্থ স্বাভাবিক এবং সচেতন রাখতে যোগ দিচ্ছে জিমে। সেখানে দিচ্ছে মাসে মাসে কা-ড়ি-কা-ড়ি টাকা । অথচ সেই সমস্ত জিনিস আপনি বাড়িতে করতে পারবেন বিনামূল্যে । তাহলে যদি বিনামূল্যে বাড়িতে বসে করতে পারেন সেই সমস্ত জিনিস তাহলে অতিরিক্ত

টাকা দিতে যাবেন কেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব কিভাবে মাত্র একমাসে মে-দ ঝ-রিয়ে ফেলতে পারেন আপনি । এক ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে যে মাত্র একমাসে কিভাবে শরীরের অতিরিক্ত মে-দ কমিয়ে আনা যায় ।মূলত বাড়িতে একটি পানীয় বা

ড্রিংকস তৈরি করে আপনি অনায়াসে কমিয়ে ফেলতে পারেন আপনার শরীরের অতিরিক্ত মে-দ । মাত্র এক মাস থেকে দু মাসের মধ্যে আপনি পাবেন এর ফল হাতেনাতে । আসুন দেখে নেওয়া যাক সেই পানীয় তৈরি করতে কি কি উপকরণ লাগে । প্রথমে আপনাকে মাঝারি আকারের একটি লেবু বেশ কয়েকটি অংশে কে-টে নিতে হবে এবং তারপর সে-গু-লি-কে ভালোমতো ধুয়ে নিতে হবে । একটি পাত্রে সেগুলি রাখার পর

তার মধ্যে যোগ করতে হবে দুটি দারুচিনি এবং এক চামচ কালো জিরে । তার পাশাপাশি যোগ করতে হবে আপনাকে আগে থেকে কেটে রাখা কিছুটা পরিমাণ আদা । এরপর সমগ্র মিশ্রনটিকে উপকরণ-গু-লি কে ভালো মতন ভাবে ধুয়ে অন্য একটি পাত্রে রাখতে হবে ।অপর দিকে একটি পাত্রে কিছুটা পরিমান জল নিয়ে তার মধ্যে আগে থেকে কে-টে রাখা ও উপকরণ গু-লি দিয়ে কিছুক্ষণের জন্য ফু-টতে দিতে হবে

গ্যাসের মধ্যে । ১৫ থেকে ২০ মিনিট পর যখন রঙ পরিবর্তন হয়ে আসবে তখন সেটি একটি ছা-কনি সাহায্যে অন্য একটি পাত্রে রেখে দিন । তারপর সেটিতে মিষ্টি দেবার জন্য এক থেকে দেড় চামচ মধু মিশিয়ে দিন । আপনি চাইলে এটি সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তী সময়ের জন্য । এই পানীয়টি আপনি প্রতিদিন সেবন করলে অতি অবশ্যই আপনার মেয়ের অনায়াসে ঝ-রে যাবে ।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *