বেশিরভাগ সময় রান্না করতে গেলে অসাবধানতাবশত পোশাকে তেলের দাগ লেগে যায়। এছাড়া খাবার খাওয়ার সময়ও এই দাগ লাগতে পারে। অনেকের ধারণা,





তেলের দাগ পোশাক থেকে আর উঠবে না। পোশাকটি বোধ হয় একেবারেই নষ্ট হয়ে গেল! এইটা একদমই ভুল ধারণা। কারণ তেলের দাগ তোলা মোটেই খুব কঠিন কাজ নয়। সহজ একটি উপায়ে পোশাকের রঙ অক্ষত রেখেই আপনি তেলের দাগ উঠাতে পারবেন। চলুন তবে জেনে





নেয়া যাক সেই সহজ উপায়টি সম্পর্কে- যা যা লাগবে লিকুইড সোপ, হাউড্রোজেন পারঅক্সাইড, বেকিং সোডা, টুথব্রাশ। যে পদ্ধতিতে দাগ তুলবেন দাগ লাগার স্থানে সামান্য লিকুইড সোপ লাগিয়ে দিন। ছোট বাটিতে পানি নিয়ে তার মধ্যে সাবান লাগানো অংশ ডুবিয়ে ধুয়ে নিতে





হবে। একইভাবে আবারো লিকুইড সাবান মাখিয়ে স্থানটি ধুয়ে নিন।বেশিরভাগ ক্ষেত্রে এতেই দাগ চলে যায়। এরপরেও যদি দাগ না যায়; তাহলে লিকুইড সোপ আবার মাখিয়ে দিন দাগ লাগা জায়গায়। এর উপরে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দিন। এরপরে বেকিং সোডা দিয়ে





চাপা দিন। টুথব্রাশ দিয়ে দাগ লাগা জায়গাটা হালকা করে ঘষুন। একবারে পুরো দাগ না উঠলে, কয়েক বার এ পদ্ধতি অনুসরণ করলেই কাপড় থেকে তেলের দাগ উঠবে দ্রুত। তবে দাগ পুরো না উঠলে কাপড়টি শুকানো যাবে না। তাহলে দাগ পাকাপাকিভাবে বসে যেতে পারে।









