অনেকেই বেসিনের মুখে ময়লা জমে গেলে বিরম্বনায় পড়েন। জল নির্গমন হতে চায়না আর। কিন্তু খুব সহজেই এই পাইপ থেকে ময়লা দূর করার পদ্ধতি আছে। বাড়িতেই পাওয়া যাবে এমন কিছু উপাদান দিয়ে এটা করা যায়। লবণ, বেকিং সোডা, ভিনেগারসহ কয়েকটি উপাদানের





সাহায্যে কিভাবে করা যায় এই সহজ কাজ, জেনে নিন! আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। দুই লিটার জল ফুটিয়ে গরম সেই জল ঢেলে ঠিক আধা ঘণ্টা পর ধীরে ধীরে জল ঢালুন। দুই লিটার জল ঢালা হলে ও আরও খানিকটা গরম দল ঢালুন যেন লবণ পুরোপুরি দূ’র হয়।





লবণের স’ঙ্গে স’ঙ্গে দূ’র হবে জমে থাকা ময়লাও। এরপর ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূ’র ক’রতে সাহায্য করবে। আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে। কিছুক্ষণ অপেক্ষা





করে সাদা ভিনেগার ঢেলে দিন এক কাপ। শেষে গরম জল দিয়ে দিন। এতেও খুব ভালো ভাবে বেসিনের পাইপ পরিষ্কার করা যায়। তাহলে আর দেরি কেন! বেসিনে জমে থাকা ময়লা দূর করুন এখনি।





দারচিনি দিয়ে দুধ খাওয়ার উপকারিতা
১) যারা অপুষ্টির সমস্যায় ভুগছেন তাদের জন্য দারচিনি মেশানো দুধ খুবই কার্যকর। অপুষ্টির সমস্যা দুর হয় এতে। ২) দারচিনির ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। শরীর থেকে সমস্ত টক্সিন বের করে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে দারচিনি। ৩) শীতকালে বাইরে ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রা কমে যায়। দারচিনি দেওয়া দুধ শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাই শীতকালে





এই দুধ উপকারী।৪) ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন দারচিনি দুধ পান করুন। দুধ এ চিনি দিয়ে খাওয়া ভালো না। কিন্তু দারচিনি দুধ এ ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে। ৫) যাদের পেটের সমস্যার কারণে দুধ খেতে পারেন না তারা দারচিনি দেওয়া দুধ চাইলেই খেতে পারেন। তবে তার আগে একবার ডাক্তার এর সাথে পরামর্শ করে নেওয়া সমীচীন। সুতরাং দারচিনি দেওয়া দুধ যে শরীরের জন্য খুবই উপকারী তা বেশ বোঝাই যাচ্ছে। এছাড়াও যারা দাঁতের সমস্যায় ভোগেন তাদের জন্যও এই খাদ্য বেশ উপকারী।









