রান্নায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে এই ৮টি নিয়ম অবশ্যই মাথায় রাখবেন
image: google

রান্নায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে এই ৮টি নিয়ম অবশ্যই মাথায় রাখবেন

গ্যাস সিলিন্ডার বাড়িতে আমরা সবাই ব্যবহার করি। মুলত রান্না করার কাজেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তাছাড়া আজকাল গ্যাসে বিভিন্ন ধরণের গাড়ি ও চলছে। এল পি জি তে গাড়ি চললে পরিবেশ দুষণ ও কম হয়, তাই আজকালকার দিনে বেশিরভাগ গাড়িই LPG তেই চলে। কিন্তু LPG গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু

বাড়িতে রান্নার কাজে। আর এই এল পি জি গ্যাস খুবই দাহ্য। আগুন লাগলেই জ্বলে ওঠে। তাই বাড়িতে ব্যবহার করার সময় একটু সাবধানে ব্যবহার করতে হয়।আজ আমরা এই প্রতিবেদনে জানবো যে গ্যাস সিলিন্ডার বাড়িতে থাকলে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। চলুন তবে জেনে নেওয়া যাক- ১। গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত পাইপ টা নেওয়ার সময় দেখবেন এতে যেন ISI এর ছাপ

মারা থাকে। ISI ছাপ মারা না থাকলে সে পাইপ টা নেবেন না। আর পাইপের দৈর্ঘ্য খুব বেশি হলে দেড় থেকে দুই ফুট রাখবেন। বেশি বড় পাইপ রাখলে পাইপ পরীক্ষার সময় সমস্যা হতে পারে। আর ২ বছর অন্তর পাইপটি অবশ্যই বদলে ফেলুন। ২। গ্যাস লিকেজের ঘটনা প্রায়ই শোনা যায়, তাই গ্যাস লিকেজের ঘটনা যদি ঘটে তাহলে বাড়ির কোন ইলেকট্রনিক্স সামগ্রী অন করবেন না। গ্যাস ওভেন টা বন্ধ করে তাড়াতাড়ি জানলা দরজা খুলে দেবেন। এরপরও যদি গ্যাস লিক বন্ধ না হয়, তাহলে সিলিন্ডার থেকে রেগুলেটর টা আলাদা

করে সেফটি ক্যাপটা লাগিয়ে দিয়ে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর কে ফোন করুন। ঘরের মধ্যে কোনভাবেই কোনরকম আগুন জ্বালাবেন না। ৩। রেগুলেটর লাগানোর সময় খেয়াল রাখবেন যেন রেগুলেটরের নজলটি যেন পাইপ দিয়ে কভার করা থাকে। আর গরম বার্নারের সাথে যেন কোনভাবেই পাইপ টি না লেগে যায় সেদিকে খেয়াল রাখুন। আর পাইপটিকে নিয়মিত পরিষ্কার করবেন ভিজে কাপড় দিয়ে, তবে সাবানজল নিয়ে অবশ্যই নয়। ৪। অনেকে গ্যাসের পাইপ পরিষ্কার রাখতে পাইপ টিকে ন্যাকড়া, বা কোন পলিথিন জাতীয় কাপড়

দিয়ে মুড়ে রাখেন। সেটা একদমই করবেন না। তাতে করে পাইপের কোথাও লিকেজ হয়ে গেলে তা বোঝা যায় না, আর এর ফলে ঘটতে পারে কোন দুর্ঘটনা। ৫। খালি সিলিন্ডার থেকে রেগুলেটর টি খোলার সময় বা কোন ভর্তি সিলিন্ডারে রেগুলেটর টি লাগানোর সময় খেয়াল রাখবেন আশেপাশে যেন কোনরকম আগুনের উৎস না থাকে। ৬। গ্যাস ওভেন টি সবসময় গ্যাস সিলিন্ডার থেকে অন্তত ৬-৭ ইঞ্চি উপরে রাখুন। আর ওভেনের উপর যাতে সরাসরি হাওয়া না লাগে সেদিকে লক্ষ রাখুন। ৭। গ্যাস সিলিন্ডার টি এমন জায়গায়

রাখবেন না যেখানে সেটা সহজেই গরম হয়ে যায়। একই ঘরে ২ টি সিলিন্ডার রাখতে হলে খেয়াল রাখবেন যেন ঘরে অন্তত ১০ বর্গফুট জায়গা থাকে। ২ টি সিলিন্ডার কখনোই পাশাপাশি রাখবেন না।৮। ভর্তি সিলিন্ডারের উপরে কখনোই জামা কাপড় বা অন্যান্য গরম জিনিস রাখবেন না। এমনকি বাসন পত্রও রাখবেন না। এই নিয়ম গুলো মেনে চলুন, দেখবেন আপনি অনেক সুরক্ষিত থাকবেন।

Check Also

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

1. সহজেই ভালো-খারাপ ডিম চেনার উপায় : শহরের এই কাজের চাপে বারে বারে দোকানে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *