১১৫ বছরের পুরনো জাপানি কৌশলে টাকা জমান সহজে
Image: google

১১৫ বছরের পুরনো জাপানি কৌশলে টাকা জমান সহজে!

আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা কম আয় করেন, কিন্তু প্রচুর টাকা জমিয়ে ফে’লে ছেন। অনেকে আবার মোটা অঙ্কের আয় করেও টাকা জমাতে ব্য’র্থ হচ্ছেন। .

এমন নয় যে তারা খুব খরুচে! আপনিও যদি অর্থ সঞ্চয়ে ব্য’র্থ হন, তাহলে জাপানি পদ্ধতি ‘কাকিবো’ মেনে চলতে পারেন। এটি ১১৫ বছর পুরনো একটি জাপানি কৌশল। কাকিবোর বিষয়টি প্রথমদিকে খানিকটা ক’ঠিন মনে হতে পারে। এ পদ্ধতির প্রণেতা নারী সাংবাদিক হানি

মোতোকোর মতে, এটিই এ পদ্ধতির সাফল্যের চাবিকাঠি। প্রথমত, আপনাকে সাপ্তাহিক আয় ও ব্যয়ের বিষয়টি কয়েকটি ভাগে লিখতে হবে। যেমন আয়, নিয়মিত খরচ (ভাড়া, পরিবহন, খাবার, ওষুধ), অবসরের খরচ এবং অতিরি’ক্ত ইত্যাদি। আপনি চাইলে ক্যাটাগরি বাড়াতেও

পারেন। মাস শেষে মোট আয় থেকে এসব খরচ বাদ দেবেন। কিন্তু প্রক্রিয়াটি এখানেই শেষ হচ্ছে না। জাপানি এ কৌশল শুধুই অর্থ জমাতে সাহায্য করেনা, কিভাবে নিজে’র অর্থকড়ির সঠিক নি’য়ন্ত্রণ ক’রতে হয় সেটাও শেখাবে। এ পদ্ধতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে, যে খাতে খরচ

না করলেই নয়, তা শনা’ক্ত করে অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে চলা। প্রতি মাসের শুরুতে আপনি একবার কাকিবো নিয়ে বসবেন এবং মনোযোগ দিয়ে চিন্তা করবেন যে আপনি কতটা সঞ্চয় ক’রতে চান। যখন আপনি কাকিবো নিয়ে বসবেন, তখন চারটি প্রশ্নের উত্তর খুঁজতে

হবে আপনাকে- 1. আপনি এখন পর্যন্ত কতটা সঞ্চয় ক’রতে পেরেছেন? 2. আপনি আ’সলে কতটা সঞ্চয় ক’রতে চান? 3. আপনি কত টাকা খরচ ক’রতে যাচ্ছেন? 4.আগের মাসের তুলনায় সঞ্চয় বাড়াতে এই মাসে আর কী করা যেতে পারে? এসব উদ্দেশ্য পূরণের জন্য

প’রামর্শটি খুবই সাধারণ- কাকিবো পদ্ধতি আপনার আয় এবং ব্যয়ের একটি পরি’ষ্কার চিত্র পেতে সহায়তা করে। সুতরাং আপনিও একবার চেষ্টা করে দে’খতে পারেন।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *