টাকার দুই প্রান্তে থাকা তেরছা দাগের রহস্য কী
Image: google

টাকার দুই প্রান্তে থাকা তেরছা দাগের রহস্য কী..

টাকার দুই প্রান্তে থাকা তেরছা দাগের রহস্য কী- যে কোনও দেশের টাকার নোটে নানা নিরাপত্তামূলক বৈশিষ্ট্য থাকে। ভারতীয় টাকার নোটেও আছে। তার সঙ্গে আরও বেশ কয়কেটি বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে যেগুলি নিয়ে আমাদের তেমন মাথাব্যথা নেই। তেমনই একটি বিশেষ বৈশিষ্ট্য

হল টাকার দু’প্রান্তে থাকা তেরছা দাগ। ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোটের দু’প্রান্তে এই দাগ দেখা যায়। টাকার অঙ্ক কত তার উপর ভিত্তি করেই এই দাগের সংখ্যার হেরফের হয়। তেরছা এই দাগ কেন থাকে টাকায়? এই দাগ কী নামে পরিচিত? টাকার দু’প্রান্তে থাকা

এই তেরছা দাগকে ‘ব্লিড মার্কস’ বলে। আর এই দাগ বিশেষ করে দৃষ্টিহীনদের জন্য তৈরি করা হয়েছে। তাঁরা যাতে টাকা ছুঁয়েই বুঝতে পারেন সেটা ১০০, ২০০, ৫০০ নাকি ২০০০ টাকার নোট। ১০০ টাকার নোটের দু’প্রান্তে চারটি করে দাগ থাকে। ২০০ টাকার নোটেও দু’প্রান্তে চারটি

করে দাগ থাকে। তবে দাগের মাঝের ফাঁকা জায়গায় দু’টি করে ছোট বৃত্ত-ও থাকে। ৫০০ টাকার নোটের দু’প্রান্তে পাঁচটি করে মোট ১০টি দাগ থাকে। এবং ২০০০ টাকার নোটের দু’প্রান্তে সাতটি করে দাগ থাকে।

Check Also

এবার ওড়িশায় মিলল বিপুল পরিমাণে সোনার ভাণ্ডার!

এবার ওড়িশায় মিলল বিপুল পরিমাণে সোনার ভাণ্ডার!

ইতিমধ্যেই দেশের জম্মু ও কাশ্মীরে বিপুলহারে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে। তবে, এবার আরও একটি বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *