গ্যাস ওভেন পরিষ্কার করার ৬টি ঘরোয়া টিপস
Image: google

গ্যাস ওভেন পরিষ্কার করার ৬টি ঘরোয়া টিপস! কঠিন দাগ দূর হবে সহজে

বর্তমানে গৃহস্থালীর কাজকে আরো সহজ করেছে রান্নার গ্যাস। এই রান্নার গ্যাস এসে যাওয়ায় পরিশ্রম বহুল কষ্টকর রান্নার কাজটি গৃহস্থালির কাছে আরও সহজ হয়েছে। অনেক সময় গ্যাস ওভেনের পাশে এমন দাগ ছোপ পড়ে যা তোলা খুবই কষ্টকর ব্যাপার। একবার আসুন দেখে

নিন সেই পদ্ধতি গুলি যেভাবে আপনি সহজেই এই দাগ ছোপ তুলে ফেলতে পারবেন। বেকিং সোডা-3 চা চামচ বেকিং সোডা দিয়ে সহজেই এই কড়া দাগ ছোপ তুলে ফেলা যাবে। যে স্থানে ছোপ রয়েছে সেখানে এই 3 চা চামচ বেকিং সোডা জলের সাথে মিশিয়ে মোটা করে ওই স্থানে

লাগিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। তারপর ব্রাশে করে ঘষলেই দাগ হালকা হয়ে যাবে। সপ্তাহে একদিন করেই কাজটি করলে কড়া দাগ একদমই উঠে যাবে। ডিটারজেন্ট-এই জায়গাটিতে দাগ থাকবে সেই জায়গাটিতে অল্প করে এক চামচ তেল লাগিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এই তেল কঠিন দাগ নরম করে আনবে তারপরে ডিটারজেন্ট মোটা করে জলের সাথে গুলে সেই জায়গাটিতে লাগিয়ে কাপড় দিয়ে ঘষে

তুলতে হবে। এর ফলে ওই কঠিন দাগ হালকা হয়ে যাবে। কর্ণফ্লাওয়ার-তিন চামচ দুধ এবং তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটি পেস্ট তৈরি করে ওই কঠিন দাগে লাগিয়ে নিতে হবে।এরপর কয়েক ঘন্টা পর ব্রাশ দিয়ে ঘষে ওই দাগ তুলে ফেলা যাবে। ট্যালকম পাউডার-কঠিন দাগের উপরে ট্যালকম পাউডার ছড়িয়ে দিতে হবে এরপর ঘষতে শুরু করলে পাউডারের খরখরে ভাবের জন্য বেশ কিছুটা ময়লা উঠে আসবে তারপরে

গরম জল দিয়ে একটি কাপড় দিয়ে ঘষলে ওই স্থান থেকে ময়লা অনেকটাই হালকা হয়ে যাবে। ভিনিগার-বেশ কিছুটা গরম জল নিয়ে তাতে তিন চামচ ভিনিগার মিশিয়ে কঠিন দাগের উপর প্রয়োগ করে যদি ব্রাশ দিয়ে ঘষা যায় তাহলে, দাগ হালকা হয়ে যাবে। আলু ও গ্লিসারিন-তিন চামচ আলুর রস এবং দুই চামচ গ্লিসারিন মিশিয়ে কঠিন দাগে প্রয়োগ করলে এবং তার 15 মিনিট বাদে একটি ব্রাশ নিয়ে ঘষলে ওই দাগ উঠে যাবে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি আপনার গ্যাস ওভেন কে পরিষ্কার রাখতে পারেন।

Check Also

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

1. সহজেই ভালো-খারাপ ডিম চেনার উপায় : শহরের এই কাজের চাপে বারে বারে দোকানে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *