পেতল বা তামার বাসনপত্র একদম ঝকঝকে-চকচকে করার দারুন টিপস
Image: google

যে কোনো পেতল বা তামার বাসনপত্র একদম ঝকঝকে-চকচকে করার দারুন টিপস

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সব কিছুর পাশাপাশি পূজা-অর্চনা করতে যথেষ্ট বেশি পরিমাণে ভালবাসেন । আর তাছাড়া সারাদিন ঠাকুরের আব ঈশ্বরের নাম জ্ঞান নিয়ে মে-তে থা-কেন এবং আমরা যদি সেই বাড়িতে কখনো পদার্পণ করি তাহলে দেখব সে সমস্ত বাড়িতে

ঠাকুরদের জন্য বা ঈশ্বরের জন্য আলাদা ঘর তৈরি করা আছে । সমস্ত কিছু আলাদা রকম ভাবে করা থাকে । অর্থাৎ একটি একান্নবর্তী পরিবারের মানুষদের কে খাওয়ানো ঘুমপাড়ানো জন্য যা যা সরঞ্জাম থাকে তার সবই থাকে ঈশ্বর বা দেবতার জন্য। সেই ঈশ্বরের কাজে ব্যবহৃত হয় পিতলের বাসন পত্র । আমরা দেখেছি সেই সমস্ত বাসনপত্র গুলো

অনেকদিন ধরে ব্যবহার করার ফলে অনেক নোং’রা হয়ে ওঠে । এবং দীর্ঘদিন ধরে এই নোং-রা জ-মে থাকার ফলে দীর্ঘস্থায়ী নোং-রা তে পরিণত হয় ।কোন রকম ভাবে সেগুলিকে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না । কিন্তু আজকে যে পদ্ধতিটি আপনাদের সামনে বলতে এসেছি সেটি অবলম্বন করলে আপনার নি-মি-ষেই কঠিন দা-গ দূ-র করতে পারবেন সহজে। প্রথমে একটি পাত্রে কিছুটা পরিমান জল দেবেন এবং

তার মধ্য দিয়ে দেবেন কিছুটা পরিমাণ নুন । এরপর একটি লেবুকে দু’টুকরো করবেন এবং সেই লেবুর অংশ নুন জলের মধ্যে ঢুকিয়ে বাসন পত্রে ভালো করে মধ্যে প্রয়োগ করতে হবে । প্র-য়োগ করার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর অন্য একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে দিতে হবে দু’চামচ আটা । সেই আটা গোলা জল এরমধ্যে বাসন গু-লিকে ভালো রকম ভাবে পরিষ্কার করলে দেখবেন একদম নতুনের মতন হয়ে উঠেছেন ।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *