প্রাকৃতিক উপায়ে ত্বক ফর্সা করার ঘরোয়া টিপস
Image: google

প্রাকৃতিক উপায়ে ত্বক ফর্সা করার ঘরোয়া টিপস!

আসলে ত্বকের রং তো নিজের যা আছে, সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তবে পরিষ্কার ও যত্নের কারণে কিছুটা পরিবর্তন আনা সম্ভব। তবে বাজারে পাওয়া রং ফর্সাকারী ক্রিম(Cream) ব্যবহার না করে প্রাকৃতিকভাবে ত্বক(Skin) পরিষ্কার করা ভাল। সেটা দীর্ঘস্থায়ী হবে। কাঁচা দুধঃ হাত

পা ফর্সা করতে কাঁচা দুধ খুবই কার্যকরী। কাঁচা দুধে আছে ল্যাকটিক এসিড(Lactic acid), যা ত্বকের ভিতর থেকে ফর্সা করে। কাঁচা দুধ ব্যবহার করতে আপনি প্রথমে একটি তুলা দিয়ে বল বানান। তারপর তুলার বল কাঁচা দুধে ভিজিয়ে হালকা ভাবে ঘষিয়ে ঘষিয়ে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন কাঁচা দুধ(Raw milk) ব্যবহার করলে খুব কম সময়েই আপনি সুন্দর হাত পা পাবেন। দুধ ও শুকনা

কমলার খোসাঃ শুকনা কমলার খোসা আপনার ত্বকের জন্য খুবই উপকারি। বিশেষ করে কমলার খোসা(Orange peel) ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকের ময়লা পরিস্কার করে। আপনি প্রথমে কড়া রোদে কমলার খোসা(Orange peel) রেখে তা ভালোভাবে শুকিয়ে নিন। কমলার খোসা(Orange peel) শুখিয়ে গেলে তা ভালোভাবে পাউডার করে একটি পাত্রে সংরক্ষন করুন।এরপর ৪ টেবিল চামচ শুকনা কমলার খোসার

গুঁড়ো নিয়ে তার সাথে দুধ(Milk) মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি হাতে ও পায়ে লাগিয়ে নিন এবং লাগানোর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। টমেটোর রসের সাথে চন্দনের গুঁড়া ও হলুদের মিক্সঃ প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে টমেটোর রসে।ত্বকের যত্নে হলুদের কোন জুড়ি নেই। ত্বক থেকে বয়সের দাগ, রোদের পোড়া দাগ ও ব্রণের দাগ(Acne scars) দূর করে হলুদ। চন্দনের গুঁড়া ত্বকের ভিতর থেকে ময়লা

পরিস্কার করে ও ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এই মাস্কটি ব্যবহার করতে প্রথমে ২ টেবিল চামচ টমেটোর রস, ১ চামচ হলুদের গুঁড়া ও ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ার সাথে গোলাপ জল(rose water) মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। পেস্টটি হাত পায়ে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই মাস্কটি ব্যাবহার করে আপনি পেতে পারেন ফর্সা চেহারা। শসার রসঃ শসার রস কালো দাগ(Black spots)

দূর করতে বেশ প্রচলিত। এটি তৈরি করতে প্রথমে ১ টেবিল চামচ এলোভেরার রস নিন এবং তার সাথে ৩ টেবিল চামচ শসার রস(Cucumber juice) মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি হাতে ও পায়ে লাগান। লাগানোর ১০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। আপনি চাইলে ম্যাসাজ করতে পারেন। হাত, পায়ের কালো দাগ(Black spots) ও রোদের পোড়া দাগ দূর করতে এটি বেশ উপযোগী। বেসনের মাস্কঃ ত্বককে পরিস্কার করে ত্বকের

লাবণ্যতা ফিরিয়ে আনে বেসন। এটি তৈরি করতে প্রথমে ২ টেবিল চামচ বেসন(Besan), ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপ জল ও তার সাথে কয়েক ফোটা লেবুর রস(Lemon juice) মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। তারপর লাগিয়ে নিন এবং ১৫ মিনিটের ধুয়ে ফেলুন। অলিভ অয়েলঃ অলিভ অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন(Vitamin) ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। হাত পা কালো হওয়ার প্রধান কারণ হল শুষ্কতা। তাই প্রয়োজন ময়েশ্চারাইজিং। প্রতি রাতে কালো হাত পায়ে লাগিয়ে নিন অলিভ অয়েল(Olive oil)।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *