ATM থেকে ছেঁড়া ফাঁটা নোট বেরোলে নেই চিন্তা! জেনে রাখুন পাল্টানোর সহজ পদ্ধতি
Image: google

ATM থেকে ছেঁড়া ফাঁটা নোট বেরোলে নেই চিন্তা! জেনে রাখুন পাল্টানোর সহজ পদ্ধতি

নোট বা টাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে তা যদি ছেঁড়া বা জোড়াতাপ্পি দেওয়া হয় তা অনেকেই নিতে অস্বীকার করেন। অন্যদিকে মাঝে মধ্যে

এটিএম থেকেও ছেঁড়া বা জোড়াতাপ্পি দেওয়া নোট বেরিয়ে আসে। বদল করার পদ্ধতি না জানার কারণে সেগুলি গ্রাহককে নিতেই হয়। তবে আপনি জেনে খুশি হবেন, এটিএম থেকে ছেঁড়া নোট বের হলে তা পরিবর্তন করতে পারবেন। এর জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। এবার থেকে আপনি ছেড়া নোট পরিবর্তন করতে পারেন। এর জন্য আরবিআই এর তফরে কিছু

নিয়ম দেওয়া হয়েছে। ছেড়া নোট পরিবর্তনের জন্য যেতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে । অন্যদিকে বেসরকারি ব্যাঙ্কের কারেন্সি চেস্ট ব্রাঞ্চ থেকেও ছেড়া নোট পরিবর্তন করা যাবে। তা ছাড়া আরবিআই-এর অফিস থেকেও পরিবর্তন করতে পারবেন। এর জন্য কোনো ফর্ম ভর্তি করার প্রয়োজন পড়বে না। শুধু ছেড়া নোট পরিবর্তন করার জন্য Triple Lock Receptacle কভার নিতে হবে। ছেড়া নোট পরিবর্তন করতে হলে

আরবিআই-এর কাউন্টার থেকে TLR cover সংগ্রহ করতে হবে। এখানে গ্রাহককে নিজ ও ওই নোট সম্পর্কিত তথ্য গুলি দিতে হবে। এই কভারের কলামে গ্রাহকের নাম, ঠিকানা এবং কত টাকার নোট তা লিখতে হবে। এরপর সেটি Triple Lock Receptacle বক্সে জমা দিতে হবে। সেখান থেকে গ্রাহককে একটা টোকেন দেওয়া হবে। এরপর গ্রাহক ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে-অর্ডারের মাধ্যমে সম মূল্যের নোট ফেরত পাবেন।

তবে এর জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে আরবিআই। এই শর্তে বলা হচ্ছে, আংশিক ছেঁড়া, দাগ লেগে রয়েছে কোনও, নোংরা হয়ে গিয়েছে বা দু’টুকরো হয়েছে এমন নোটই পরিবর্তন যোগ্য। টাকার নম্বর প্লেট না থাকলে তা পরিবর্তন করা যাবে না। নোটে জারি করা কর্তৃপক্ষের নাম, গ্যারান্টি, ক্লজ, প্রমিস, সিগনেচার, অশোক স্তম্ভ, মহাত্মা গান্ধীর ছবি এবং ওয়াটারমার্ক ঠিক থাকলে তা সহজেই পরিবর্তন যোগ্য। তবে নোট

কতটা ছেড়া বা দাগ লাগা তার উপর নির্ভর করে এক্সচেঞ্জ ভ্যালু। অত্যাধিক ছিড়ে যাওয়া নোট কিংবা আগুনে পুড়ে যাওয়া নোট পরিবর্তন যোগ্য নয়।

Check Also

এবার ওড়িশায় মিলল বিপুল পরিমাণে সোনার ভাণ্ডার!

এবার ওড়িশায় মিলল বিপুল পরিমাণে সোনার ভাণ্ডার!

ইতিমধ্যেই দেশের জম্মু ও কাশ্মীরে বিপুলহারে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে। তবে, এবার আরও একটি বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *