মোবাইল ফোনে চার্জ নিয়ে আমা’দের নানা সময়ে বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে স্মা’র্টফোনে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। এজন্য অনেকে পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। তবে ফোন দ্রুত চার্জ থাকার উপায় খুঁজছে অনেক সংস্থাই। সম্প্রতি, জনপ্রিয় টেক সংস্থা কোয়ালকম কুইক





চার্জিং ৫ নামে একটি নতুন ফাস্ট চার্জিং টেকনোলজির কথা ঘোষণা করলো। সংস্থার দাবি, এই প্রযুক্তির সাহায্যে ৫ মিনিটে স্মা’র্টফোনের ব্যাটারি ৫০ শতাংশ অবধি চার্জ ‘হতে পারে। আবার ফুল চার্জ ‘হতে সর্বাধিক ১৫ মিনিট সময় লাগবে। এটি ২০১৭ সালে লঞ্চ হওয়া কুইক





চার্জ ৪+ এর উত্তরসূরী। সেমিকন্ডাক্টর বানানো কোম্পানিটির এই নতুন কুইক চার্জ ৫ প্রযুক্তি ১০০ ওয়াটের বেশি চার্জিং ক্যাপাবিলিটি সমর’্থন করবে। যেখানে এর পূর্বসূরী কুইক চার্জ ৪+ প্রযুক্তি ৪৫ ওয়াট পাওয়ার সা’পোর্ট করতো। কুইক চার্জ ৫ এ প্রায় ৭০% দক্ষ এবং চার গু’ণ বেশি





দ্রুত। এছাড়া নতুন প্রযুক্তিটি কুইক চার্জ ২.০ এবং এর পরবর্তী কোয়ালকম স্ন্যাপড্রা’গন ভার্সনগু’লিতে সামঞ্জস্য বজায় রাখবে। জানা গিয়েছে এই ফাস্ট চার্জিং প্রযুক্তি, ডিভাইসের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০% শতাংশ ঠান্ডা রাখবে। এটিকে ইউএসবি পাওয়ার ডেলিভারি এবং ইউএসবি টাইপ-সি উভ’য় প্রযুক্তির জন্য অ’প্টিমাইজড করা হয়েছে। নতুন প্রযুক্তিটি কোয়ালকমের ব্যাটারি সেভার এবং অ্যাডাপ্টার ক্যাপাবিলিটি ব্যবহার





করে। এছাড়া এই নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি ডুয়াল এবং ট্রিপল চার্জ ফিচার এনাবেল এবং দ্রুত চার্জ দেওয়ার সময় ব্যাটারি রক্ষা করতে ইনপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। আপাতত কুইক চার্জ ৫ প্রযুক্তি, পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে, তবে মনে করা হচ্ছে এই বছরের মধ্যে খুব শিগগিরই





আসন্ন ডিভাইসগু’লোতে এই টেকনোলজি দেখা যাব’ে। প্রাথমিকভাবে এটি স্ন্যাপড্রা’গন ৮৬৫, স্ন্যাপড্রা’গন ৮৬৫ প্লাস এবং পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম এবং উচ্চ-স্তরের স্ন্যাপড্রা’গন সম্বলিত ডিভাইসগু’লিতে কাজ করবে। তবে পরবর্তী সময়ে কোয়ালকম, স্ন্যাপড্রা’গন ৭০০ সিরিজেও এই প্রযুক্তিটি আনতে পারে।









