ঘন, কালো ও মজবুত চুল পেতে ব্যবহার করুন তেঁতুলের হেয়ার প্যাক
Image: google

ঘন, কালো ও মজবুত চুল পেতে ব্যবহার করুন তেঁতুলের হেয়ার প্যাক

চুল ঝড়ে পড়ার সমস্যা নারী পুরুষ সবার কাছেই একটি দুঃসংবাদ। ধলো ময়লা, রোদ, আবহাওয়াতে সঠিকভাবে চুলের যন্তের অভাবে চুলের স্থায়ীভাবে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। যার কারণে নতুন করে চুল গাজানোর হার একবারে কমে যেতে থাকে এবং এক সময় গিয়ে দেখা যায়

যে, আর নতুন করে চুল গাজায় না! সেই সাথে চুল ঝড়ে যাওয়ার হারও অনেকাংশে বৃদ্ধি পেয়ে থাকে।। এসব কারণে চুল হয়ে যায় পাতলা ও একবারে নিষ্প্রাণ। কিন্তু ঘন, কালো, লম্বা ও মজবুত চুলের সৌন্দর্য সবারই কামনায় থাকে।আজকে আপনাদের জন্য থাকছে ঘন, কালো, মজবুত, চুলের জন্য তেঁতুলের হেয়ার প্যাক। আগে তো তেঁতুল দিয়ে বিভিন্ন রকমের খাবারের নাম শুনেছেন। আর আজ জেনে নিন তেঁতুলের

হেয়ার প্যাক যা আপনর চুলের জন্য দারুন উপকারী একটা প্যাক। উপকরণ ও প্রস্তুত প্রণালী: এই প্যাকটি তৈরি করতে বেশি কিছু লাগবে না। যা লাগবে তার দামও খুব সামান্য। তেঁতুল ও কুসুম কুসুম গরম পানি লাগবে মাত্র। এর বেশি কিছু নয়। প্রথমে কুসুম কুসুম গরম পানিতে

তেঁতুল ভিজিয়ে রাখুন এবং তারপর এই পানিটি চুলে আলতো করে ম্যাসাজ করুন। এরপর কুসুম কুসুম গরম পানিতে তাওয়াল ভিজিয়ে চুলে পেচিয়ে রাখবেন ১৫ হতে ২০ মিনিট। এরপর ওয়াশ রুমে গিয়ে হালকা পরিস্কার পানি দিয়ে আগে চুল ধুয়ে ফেলুন।এরপর চুলে শ্যাম্পু করবেন।

ব্যাস প্রভাবে প্রতি সপ্তাহে অন্তত ১ বারি করে এবং একটানা ২ মাস এই তেঁতুল ও কুসুম কুসুম গরম পানির প্যাকটি ব্যবহার করে দেখুন। আপনার চুল হবে ঘন, কালো, মজবুত ও উজ্জ্বল আর চুল পড়া নিয়েও কোন চিন্তা করতে হবে না। শুরু করে দিন তেঁতুল ও কুসুম কুসুম

গরম পানির প্যাক। তবে, এই দুই মাস চুলে অন্য কোন উপাদান বা কোন তেল ব্যবহার করবেন না। অনেকেই রয়েছেন যে, অ্যালার্জীর কারণে এই তেঁতুল হয়ত মাথায় দিলে প্রাথমিক কিছু সমস্যা হতে পারে। তবে তা নিয়ে চিন্তার কিছু নেই।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *