শিশুরা মা’রামা’রির পরপরই সঙ্গীটির সঙ্গে ঝ’গড়া মিটিয়ে ভাব করে নিতে পারে। কিন্তু কিছু শিশুর আ’ক্রম’ণাত্মক প্রবণতা অভিভাবকদের





জন্য দু’শ্চিন্তার কারণ হতে পারে। প্রায় নিয়মিত মা’রামা’রিতে অংশগ্রহণ করে এমন শিশু একধরনের মা’নসি’ক রো’গে (কন্ডাক্ট ডিজ অর্ডার) আ’ক্রা’ন্ত হয়ে থাকতে পারে। বিভিন্ন সমস্যা অন্যদের ঠিকমতো বোঝাতে না পারলে, আত্মবিশ্বাসের অভাবে ভুগলে, বাবা-মায়ের





প্রতি রাগ বা অভিমান হলে অথবা তাঁদের দৃষ্টি আকর্ষণের জন্য শিশুরা নানা অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে। এ ছাড়া টিভিতে মা’রামা’রি ও হিংসা’ত্মক কা’র্টুন বা অনুষ্ঠান বেশি দেখলে বা পরিবারিক নির্যাতন নিয়মিত প্রত্যক্ষ করলে শিশুর মনোজগতের বিরাট ক্ষ’তি হয়। পরিণামে





শিশুটি হিং’স্র’ হয়ে উঠতে পারে। এসব ক্ষেত্রে শিশুকে ভালোমন্দ বুঝিয়ে বলুন, আচরণ পরিবর্তনের সুযোগ দিন। সে কোনো মান’সিক চাপে রয়েছে কি না, জানার চেষ্টা করুন।









