ঘুণপোকা অনেকের সাধের আসবাবের ক্ষতি করে। এই বিশেষ ধরনের কাঠপোকা ডিম পাড়ে কাঠের গায়ে। সেখান থেকেই কাঠের ভিতরে লার্ভা বড় হতে থাকে। ভিতরে ভিতরে খেতে থাকে কাঠ। একটা সময় আপনার পুরো ঘরের আসবাবপত্র ধ্বংস করে দেয় এই পোকা। কী
করে মুক্তি পাবেন এই সমস্যার হাত থেকে? চলুন জেনে নেই তার সহজ সমাধান। ১.আসবাব কেনার আগে জেনে নিন কোন কাঠে ঘুণ ধরে না, তেমন কাঠের আসবাব কিনুন। ২.ভেজা কাঠে ঘুণ ধরার সম্ভাবনা থাকে বেশি। কোনও আসবাব ভিজে গেলে, সেটি ভাল করে
রোদে শুকিয়ে নিন। ৩.কাঠের উপর রং কিংবা বার্নিশের প্রলেপ এই জাতীয় পোকার হাত থেকে আসবাবকে রক্ষা করে। ৪.আসবাব
কেনার আগে দেখে নিন, কাঠের গায়ে কোনও ছিদ্র বা ফাটল আছে কি না। পুরনো আসবাবের গায়ে ছিদ্র বা ফাটল ধরলে দ্রুত মোম বা
গালা দিয়ে বন্ধ করে দিন। ঘুণপোকা সাধারণত নরম কাঠেরই বেশি ক্ষতিসাধন করে থাকে। তবে শক্ত কাঠের জিনিসের ও ক্ষতি করতে পারে ঘুণ। যদি আপনার কাঠের আসবাবে পোকার কোন লক্ষণ দেখতে পান তাহলে পোকা নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ নিন