ব্যাংকের চাকরি ছেড়ে মাসে ৬ লাখ টাকার দই বিক্রি এই তরুন উদ্যোক্তা!
Image: google

ব্যাংকের চাকরি ছেড়ে মাসে ৬ লাখ টাকার দই বিক্রি এই তরুন উদ্যোক্তার!

ব্যাংকের চাকরি ছেড়ে মাসে ৬ লাখ টাকার দই বিক্রি এই তরুন উদ্যোক্তা!- বেসরকারি ব্যাংকার এস এম আসাদ। বেতন পেতেন ২৬ হাজার টাকা। চাকরিতে মন বসছিল না তার।

স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। স্বপ্ন পূরণে আসাদ ব্যাংকের চাকরি ছেড়ে দেন। শুরু করেন গরুর খামার। ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে খামার পেশাকে ভালোভাবে নেয়নি কেউ। কারও দিকে না তাকিয়ে ২০১৯ সালে চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদে নিজ

বাড়ির আঙিনায় ৪টি গরু দিয়ে শুরু করেন খামার। তিন বছরের মাথায় গরু হয় ১১টি। দই বিক্রির টাকায় পরিশোধ করেছেন ঋণও। বর্তমানে মাসে ছয় লাখ টাকার দই বিক্রি হয় তাঁর খামারের। বছরে আসে ৭২ লাখ টাকা। আসাদ বলেন, আগে যারা বাঁকা চোখে দেখতেন,তারাই এখন

বাহবা দেন। কোনো কাজই ছোট নয়। তাঁর দইকে সারা দেশে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি আয় থেকে সমাজের জন্য আরও কিছু করা তাঁর স্বপ্ন। এস এম আসাদের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী বলেন,আসাদ প্রমাণ করেছে,

পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকলে যেকোনো কাজে সফল হওয়া যায়। কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোগী হয়ে পরিবার ও সমাজের জন্য কিছু করা যায়।

Check Also

মাত্র ২০০০ টাকায় মেশিন কিনে শুরু করুন এই দারুন লাভের ব্যবসা

মাত্র ২০০০ টাকায় মেশিন কিনে শুরু করুন এই দারুন লাভের ব্যবসা

যে কোন চাকরির থেকে ব্যবসা করে কিন্তু অনেকটাই বেশি উপার্জন করা যাচ্ছে।এমতাবস্থায় আজকের এই বিশেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *