বাথরুমের টাইলস নিমেষেই হবে ঝকঝকে তকতকে!
Image: google

বাথরুমের টাইলস নিমেষেই হবে ঝকঝকে তকতকে!

আজকাল অনেক বাড়িতেই কিন্তু টাইলস বসানো হয়ে থাকে। প্রথম কিছুদিন ভালো থাকার পরে যে সমস্যাটা সবথেকে বেশি দেখা যায় তা হল টাইলসের জয়েন্টটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে ধুলোবালি বা ময়লা বসে গিয়ে এগুলি কালচে বর্ণ ধারণ করে। আজকের এই বিশেষ প্রতিবেদনে

আমরা তাই আপনাদের সাথে বেশ সহজ একটি টিপস শেয়ার করে নিতে চলেছি যাতে খুব সহজেই এই টাইলসের জয়েন্টে থাকা ময়লা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এভাবে যদি আপনারা ময়লা পরিষ্কার করে নেন সে ক্ষেত্রে কিন্তু আর কখনোই আপনার বাড়ির টাইলস

পুরনো দেখাবে না আর এটা নষ্ট হয়েও যাবে না। প্রসঙ্গত দীর্ঘ সময় ধরে যদি আপনারা ময়লা পরিষ্কার না করেন তাহলে কিন্তু এই ধুলোবালি জমে গিয়ে টাইলস ধীরে ধীরে একেবারেই নোংরা হয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। চলুন এবার এটা পরিষ্কার করার উপায় জেনে নেওয়া যাক।টাইলস পরিষ্কার করার সহজ উপায়:

টাইলস পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য প্রথমেই আপনাদের একটি দ্রবণ তৈরি করে নিতে হবে এবং সেটাকে ভালো করে যেখানকার টাইলস আপনারা পরিষ্কার করবেন সেখানে ছড়িয়ে দিতে হবে। তাহলে চলুন প্রথমে কিভাবে এই মিশ্রণটি তৈরি করবেন সেটা

জেনে নেওয়া যাক। এর জন্য আপনাদের নিয়ে নিতে হবে ডিটারজেন্ট পাউডার, কিছুটা পরিমাণে বেকিং সোডা এবং হারপিক। কমবেশি সকলের বাড়িতেই কিন্তু এই উপাদানগুলি থাকে। সুতরাং বাইরে থেকে আর আলাদা করে কিনে নিয়ে আসার দরকার নেই। এবার একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে ডিটারজেন্ট পাউডার, এক চামচ পরিমাণে বেকিং সোডা আর হারপিক ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটিকে

বাথরুমের বিভিন্ন কোনায় আপনাদেরকে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার একটি বড় বা মাঝারি সাইজের ব্রাশ নিয়ে এই মিশ্রণটিকে ভালো করে বাথরুমের টাইলসের ফ্লোরে এবং যে সমস্ত জায়গায় দাগ হয়ে রয়েছে সেখানে অন্ততপক্ষে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে ঘষে নিতে দিন।ব্যস এই অবস্থায় আরো কিছুক্ষণ রেখে দেওয়ার পর সবশেষে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন টাইলস একেবারে নতুনের মতন

চকচকে হয়ে গিয়েছে। অন্ততপক্ষে সপ্তাহে যদি আপনারা একবার এভাবে টাইলস পরিস্কার করতে পারেন তাহলে কিন্তু আর কোন চিন্তা থাকবে না। শুধুমাত্র বাথরুম নয় এই পদ্ধতিতে আপনারা কিন্তু রান্নাঘর এবং ঘরের অন্যান্য অংশ টাইলস থাকলে সেটা পরিষ্কার করে নিতে পারেন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *