খাতা কলমে শরৎ হলেও, ভ্যাপসা গরমে জেরবার হয়ে যাচ্ছেন কলকাতাবাসী। সেই জানুয়ারির পর থেকে সিলিং ফ্যান চলা যে শুরু হল আজও চলছে। এখন তো বছরে ১০ মাসই গরম। আর সে জন্য সবভার গিয়ে পড়ে ওই ব্যাচারা পাখাটার উপর। দীর্ঘদিন ফ্যান চালানোর ফলে
ধুলো-ময়লা জমে যায়। আসছে গরমে পাখা যদি ঠিক মতো পরিষ্কার না থাকে, তাহলে তো ভারী মুশকিল! এ ছাড়া পাখায় খুব ধুলো-ময়লা জমে গেলে ঠিক মতো হাওয়া হয় না। হাওয়ার স্পিড কমে যায়, আবার ওই ধুলো-ময়লা উড়ে এসে পড়ে বিছানায়। তাই সর্বক্ষণ ফ্যান চালালেও তার যত্ন কেমন করে নেবন আপনার জন্য রইল সহজ কৌশল।
প্রথম পদ্ধতি-
সিলিং ফ্যান পরিষ্কার করতে গেলে প্রথমেই বিছানার উপর একটা বাতিল বা পুরনো চাদর ভালো করে পেতে ফেলুন। কারণ, ফ্যান পরিস্কারের সময় ময়লাগুলো বিছানাতে পড়বে না। এবার শুকনো কাপড়ের টুকরো হাতে নিয়ে নিন। প্রথমে হালকা করে পরিষ্কার করে নিন ফ্যানের
ব্লেডগুলো।
দ্বিতীয় পদ্ধতি-
শুকনো কাপড় দিয়ে ফ্যানের ব্লেডগুলো মোছার পর ভেজা কাপড় ব্যবহার করতে পারেন। ভেজা কাপড়ে ব্লেড পরিষ্কার হয়ে যাবে, উলটে যে ময়লা আটকে ছিল তা আর থাকবে না ফ্যানের ব্লেডে। তবে মনে রাখবেন সেই সময় ফ্যানের ব্লেডে বৈদ্যতিক সংযোগ না থাকে। সিলিং ফ্যান
পরিষ্কার করতে গিয়ে ঝুঁকি নেবেন না,ছোট মই ব্যবহার করুন। ফ্যানের ব্লেড খুলে নিয়ে ডিটারজেন্ট গোলা জলেও ভিজিয়ে রাখতে পারেন। এতে কিন্তু খাটনি অনেকটাই কমবে।
তৃতীয় পদ্ধতি
পুরনো বালিশের কভার থাকলে তা ফ্যানের ব্লেডর মধ্যে ঢুকিয়ে দিন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। আপনি
দেখবেন সব ময়লা কভারের মধ্যে পড়ে গিয়েছে আর ফ্যানেরব্লেডও পরিষ্কার হয়ে গিয়েছে। ফ্যানের ব্লেড পরিষ্কার করতে ব্যবহার করতে খবরের কাগজও ব্যবহার করা যেতে পারে।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।